পরিশিষ্ট—মায়া-তিমির-চন্দ্রিকা—১৮শ শতাব্দী। `bOVව দ্বিতীয় উল্লাস । কৰ্ম্মকথা শুনি এথা মন চমকিত । মনের আক্ষেপ । বল কেন অকারণে মোরে বিপরীত ॥ কার ধন প্রাণ পণ করি আনি হরি। কারে দিয়া না খাইয়া কার জন্তে মরি ॥ বান্ধী যাব বন্দী হব পরের কারণ। পর লাগি দুঃখ ভোগ ঘটিল মরণ ॥ মোর কেন অকারণে ঘটে এই জাল । কেবা কার কেবামার কিবা মিছা খেলা ॥ এত বলি কোপে জলি মন উচ্চ ভাষে । কব যাইয়া শুনাইয়া মহারাজ-পাশে। কৰ্ম্ম তার মোর প্রাণ যায় কি কারণ। তার সুখে বৃথা দুঃখে হারাব জীবন ॥ কোপে অতি শীঘ্ৰগতি মন চলি যায়। রাজবেশে জীব যথা বসে নানা রসে সদা জীব রায় ॥ তনু যার সুবিস্তার দিব্য রাজধানী। হৃদে তারি রম্যপুরী তথায় আপনি ॥ অহঙ্কার ছত্র যার মোহের কিরীটী । দম্ভ-পাটে বসে ঠাটে করি পরিপাটী ৷ পুষ্পচাপ উগ্র জাপ লোভে অনিবার। দুই মিত্র স্বচরিত্র বান্ধব রাজার ॥ শান্তি ধৃতি ক্ষমা নীতি শুভশীলা নারী। ঘৃণা করি রাজপুরী নাহি যায় চারি ॥ পতিব্ৰতা ধৰ্ম্মরত অবিদ্যা মহিষী ৷ পতি কাছে সদা আছে রাজার প্রেয়সী। নারী-সঙ্গে রস-রঙ্গে রসের তরঙ্গে । এইরূপে কাম-কুপে জীব আছে রঙ্গে । হেন কালে মন গেল সভার ভিতর। নেত্ৰ পীত সকম্পিত নয়ন অধর ॥ কোপে দুঃখে নাহি মুখে বচন মধুর। জীব তারে বলিবারে লাগিল নিঠৰ
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।