পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশিষ্ট—মায়া-তিমির-চন্দ্রিকা—১৮শ শতাব্দী।
১৮৬৫

শ্রবণ নয়ন মুখ,
যেখানে যে লভে সুখ,
দশেন্দ্রিয় যেবা কার্য্য করে॥
বল দেখি সুখ কার,
রস ভোগে কেবা তার,
তবে দোষ দেখহ কাহার।

তুমি রাজ্য ত্যজ যবে,
হস্ত পদ আদি সবে,
থাকিয়া কি কার্য্য করে আর॥
মোরা সবে যে আহরি,
তোমাতে অর্পণ করি,
ক্ষণেক বিচার করি চাও।
যেই জনে করে মুখ,
সে বিনে কে পায় দুখ,
মহারাজা বুদ্ধিকে সুধাও॥
মাংস লোভ পেয়ে পেয়ে,
বড়িশ গিলিল ধেয়ে,
এবে আর মীন কোথা যায়।
ধন্য ধন্য যম রায়,
উপরোধ নাহি তায়,
মহাশিরা বড় দেখি দায়॥

জীবের আক্ষেপ।ঠেকিয়া মনের সাথে,
কান্দে জীব হাত মাথে,
হায় বিধি কি হৈল জঞ্জাল।
পূর্ব্বে নাহি এত জানি,
মন-মুখে কিবা শুনি,
লোভ আদি মোর হইল কাল॥
না বুঝিয়া কিবা কৈল,
বিপাকে বিপাক হৈল,
হায় বিধি কি ঘটিল মোকে।
যমরাজ-দরবার,
বড়ই ক্ষুরের ধার,
জিজ্ঞাসিলে কি বলিব তাকে॥

২৩৪