পরিশিষ্ট–উজ্জ্বল-চন্দ্রিকা—১৭৮৫ খৃঃ । ՏԵԳշ ধীরললিতানুকূল। নন্দ যশোমতী করে গৃহ যত ভার। কেবল করেন হরি বিপিন বিহার ॥ অনুদিন বিহরই রাইক সঙ্গ । মানস নিমগন মনসিজ রঙ্গ ॥ যমুনা তীরহি সদত বিহারী। পুণবতী হোওল ভানুকুমারী ॥ উপবন তরু সব করু বিভাসিত। শু্যাম জলদ তাহে রাই তড়িত ৷ ধরশান্তানুকূল । যথা, রবির পূজন করিতে গহনে তোমারি প্রেমের বশে । দেখ দেখ রাই নাগর আইল ধরিএ ব্রাহ্মণ বেশে ॥ চাতুরী করিয়া জটিল নিকটে লুকালো আপন সাজ । জটিল জানিলে বিপদ ঘটিত ভাল ন হইত কাজ ॥ দ্বিজবর গুণ সকলি আছয়ে বদনে বিনয় বাণী । সরল অন্তর সরল চাহনি দেখিতে যেমন মুনি ॥ উদার চরিত বচন মধুর সুন্দর ও তমুখানি । রবির পূজন করিব এখন দ্বিজ বেশ ব্রজমণি ॥ ধীরোদ্ধতানুকূল । যথা, ললিতে, গুন মঝু সত্য এক বাণী। রাইক পরিহরি আন যুবতী সহ স্বপনহি প্রেম নাহি জানি ॥ কেবল রাইক প্রেম হাম জানত রাই প্রাণধন মোর। কো কহু সদগুণ- সাগর নাগর আন যুবতীরস ভোর। তুহু বর চতুরী সবহু মঝু জানসি সম্বর কোপ তরঙ্গ । মনমথ বিশিখে সতত তন্তু দাহই তুরিত দেহ রাই সঙ্গ ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।