কহিবে স্বরূপবাণী কে জনক কে জননী
কোথা বাস জন্ম কোন কূলে॥
দুই জনে তোঁহা হেরি দিব্য যজ্ঞ-সূত্রধারী
দ্বিজ ক্ষত্রী বৈশ্যের নন্দন।
পরিচয়-দান।কোন জাতি কহ মোরে কিবা দুই সহোদরে
কেন এলে আমার সদন॥
শুনিয়া দ্বিজের বাণী যুক্ত-করে চক্রপাণি
পরিচয় দিছেন দ্বিজেরে।
শুন শুন মুনিবর মোরা দুই সহোদর
নিবাস যে মথুরা নগরে॥
যদুকূলে উৎপত্তি বসুদেব মহামতি
মোরা দুই তাহার তনয়।
কৃষ্ণ বলরাম নাম আইনু তোমার ধাম
বিদ্যা-শিক্ষা করিব আশয়॥
শুন শুন হে গোসাঞী পড়িব তোমার ঠাঁই
বিদ্যা-দান কর দুই জনে।
শুনি তবে মুনিবর করি বহু সমাদর
আশীষিলা যুগল-নন্দনে॥
কহে তবে তপোধন আনন্দেতে দুই জন
পুত্ত্রবৎ থাক মোর ঘরে।
যে বিদ্যা শিখিতে চাহ সেই বিদ্যা পাঠ লহ
শিক্ষা দিব পরম আদরে॥
এরূপে দু’ সহোদর আশ্বাসিয়া মুনিবর
গৃহে গেল ব্রাহ্মণীর ঠাঁই।
বলে তবে তপোবন আইল ছাত্র দুই জন
নাম হয় কানাই বলাই॥
দুই ভাই একে আরে নিরখি নিমিষ হরে
বিদ্যাশিক্ষা করিবে এখানে।
যেমন আপন সুত সেইরূপে নিয়মিত
তুমি মাত্র করিবে পালনে॥
শুনিয়া ব্রাহ্মণী ধায় বাহিরে আসিয়া চায়
কৃষ্ণবলরামে তবে দেখি।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশিষ্ট—রাধামাধব ঘোষ—১৮শ শতাব্দীর মধ্যভাগ।
১৮৯১