পদাবলী—গোবিন্দ দাস–১৬শ শতাব্দী। 〉oQ> ফাগুনে গুণি-নাগর গুণমণি গুণিগণ ফাগুয়া খেলত রঙ্গে । বিরহ-পয়োধি অবধি নাহি পাইএ দৃঢ়তর মদন-তরঙ্গ ৷ আওত চৈত চিত কত বারিব (১) ঋতুপতি নব পরবেশ। দারুণ মনমথ-ফুল-শরে হানই কানু রহল দূরদেশ । মাধবী মাস সাধ বিহি বাধল পিককুল পঞ্চম গান। দারুণ দক্ষিণ-পবন নাহি ভাওত ঝুরি ঝুরি (২) না রহে পরাণ ॥ জৈঠহি মিঠ কহত সব রঙ্গিণী চন্দন চাদনী-রাতি। শীতল পবন মোহি নাছি লাগত দারুণ মনমথ সাথী ৷ মাস আষাঢ় গাঢ় বিরহানল হেরি নব নীরদ-পাতি । নীরদ-মুরতি নয়নে যব লাগএ নিঝরে ঝরয়ে দিন রাতি। শাঙণে (৩) সঘনে ঘন গরজন উনমতি দাজুরী (৪) বোল। চমকিত দামিনী জগিয়ে কামিনী জীবন-কণ্ঠ-বিলোল। (৫) ভাদরে দরদর দারুণ দুরদিন ব্যাপল দিনমণি চন্দ । শীকর-নিকরে থির নহ অন্তর দহই মনোভব মন্দ ॥ আশ্বিন মাসে বিকশিত পদুমিনী সারস হংস নিশান । নিরমল অম্বর হেরি সুধাকর ঝুরি কুরি না রহে পরাণ ॥ কাৰ্ত্তিক মাস নিরাশ কয়ল বিধি লীলাময় রসরাস । নিকরুণ মাধব কোন আয়ব (৬) কহ তহি গোবিন্দ দাস ॥ বৃন্দার উক্তি । তুহু সে রহলি মধুপুর। ব্ৰজকুল আকুল দুকুল কলরব কানু কানু করি ঝুর ॥ যশোমতী নন্দ অন্ধ সম বৈঠত সাহসে উঠই না পার। সখীগণ ধেনু বেণু সব বিসরল (৭) বিসরল নগর-বাজার ॥ কুসুম তেজিয়া অলি ক্ষিতিতলে লুঠই তরুগণ মলিন সমান। শারী শুক পিক ময়ুরী না নাচত কোকিলা না করতহি গান ৷ বিরহিণী-বিরহ কি কহব মাধব দশদিগ বিরহ-হুতাশ । সহজে যমুনা-জল অধিক ভেল (৮) কহতহি গোবিন্দ দাস। (১) বারিব=বারণ করিয়া রাখিব। (২) কাদিয়ার্কাদিয়া। (৩) শ্রাবণে । (৪) উন্মত্ত ভেক। (৫) কণ্ঠে বিলোলিত হইল = কণ্ঠাগত হইল। (৬) কোন আয়ব = কখন আসিবেন। (৭) বিস্তৃত হইল। (৮) সহজেই যমুনার জল আরও বেশী হইল ( বিশ্নহিণীগণের অশ্রদ্বারা )।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।