পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশিষ্ট—রাধামাধব ঘোষ–১৮শ শতাব্দীর মধ্যভাগ।
১৮৯৩

আলেখ্য নামে পঞ্চমে ষষ্ঠ সপ্তম অষ্টমে
ক্রমে শিখে সংসারের সার॥
স্থপতি বিদ্যা ভাস্কর ব্যায়ামাদি বহুতর
ইন্দ্রজাল-বিদ্যা নানামত।
সূচীকর্ম্ম কৈল শিক্ষা রৌপ্য-রত্নাদি-পরীক্ষা
প্রাণি-বিদ্যা বস্তু-বিদ্যা যত॥
ক খ আদি শব্দ যত পাঠ দেন ষত্ব ণত্ব
শব্দ ফল কৈল সমাপন।
এক দুই সংখ্য জ্ঞান শিখিলা অঙ্কের ভান
সুবন্ত শিখিয়া তুষ্ট মন॥
যুক্ত অক্ষরের জ্ঞান পাঠ দেন অভিধান
ক্রমে ক্রমে সকলি শিখিল।
ব্যাকরণ আদি স্মৃতি শিখি রাম যদুপতি
নানা শাস্ত্রে বিশারদ হৈল॥
কুসুম বটিকা জ্ঞান মাতৃকা যন্ত্র বিধান
তন্ত্র-উক্ত যোগ সমুদয়।
আয়ুর্ব্বেদ ধনুর্ব্বেদ মীমাংসা শাস্ত্র কনাদ
শিখিলেন রাজনীতি চয়॥
সাংখ্য আর পাতঞ্জল ধর্ম্মশাস্ত্র যে সকল
পড়িলেন করিয়া যতন।
দেশভাষা আদি করি ম্লেচ্ছভাষা রাম হরি
ক্রমে ক্রমে করিল অর্জ্জন॥
ভূগোল খগোল আর জ্যোতিষজ্ঞ চমৎকার
হইলেন দুই সহোদর।
অতি সমাদর করি পড়িলা ছন্দ-মঞ্জরী
বেদাঙ্গ পুরাণ তার পর॥
সর্প-বিদ্যা দুইজনে শিখিলা হরিষ-মনে
দ্রব্যগুণ করিয়া নির্ণয়।
কৃষি বাণিজ্যাদি আর বৈষয়িক ব্যবহার
শিক্ষা দেন মুনি মহাশয়॥
কাব্য অলঙ্কার যত সাহিত্য নাটক তত
চতুর্ব্বেদ ষট্‌-শাস্ত্র আর।
একে একে বিদ্যা যত তাহা বা কহিব কত
শিখে দুই দৈবকী-কুমার॥