రి&చి ইহার বিবরণ “বঙ্গভাষা ও সাহিত্যের” ২৯৭ পৃষ্ঠায় দ্রষ্টব্য। বঙ্গ-সাহিত্য-পরিচয় । কংস-সভা । অপরূপ মোহন শু্যাম । কিশোর বয়স অনুপাম ॥ সভাজন মাঝে বৈঠল দেীন ভাই । সকল সভাজন-চিত চোরাই (১)। হেরইতে অধিক অধিক পরকাশ । চাদ-বদনে কত মধুরিম-হাস ॥ নয়ন-যুগল নীল কমল সমান। হেরইতে হয়ে যায় অথির (২) পরাণ ॥ তিলক বিরাজিত ভাঙ (৩) বিভঙ্গ । ফুল-ধনু করে লই মুরুছে অনঙ্গ। নিতি নিতি ঐছন করত বিলাস । এক মুখে কি কহব গোবিন্দ দাস ৷ গোবিন্দ চক্রবত্তীর পদাবলী। বারমাসী । গাবই সব মধুমাস। যনি দহ বিরহ-হুতাশ ॥ হুতাশ সদৃশ চাদ চন্দন মন্দ পবন সন্তাপই। মাধবী মধুমত্ত মধুকর মধুর মঙ্গল গাবই। নব মঞ্জু রঞ্জন পুঞ্জ রঞ্জিত চুত-কানন শোহই (৪)। রস-লোল কোকিলা-কোকিলকুল-কাকলী মন মোহই । মোহই মাধবী মাস । চৌদিগে কুসুম-বিকাশ ॥ বিকাশ হাস বিলাস স্কুললিত কমলিনী রস-জুস্তিতা। মধুপান চঞ্চল চঞ্চরী (৫)-কুল পছমিনী মুখ-চুম্বিত৷ (১) চিত চোরাই=চিত্ত হরণ করিয়া । (২) অস্থির। । (৩) ভ্ৰ। (৪) শোভা পায়। (৫) চঞ্চরী =ভমরী।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।