>●Q8 বঙ্গ-সাহিত্য-পরিচয় । নিন্দু আপন পরভাষ। ভৈ গেল অশ্বিন মাস ॥ মাস গণি গণি আশ গেলহু শ্বাস রন্থ অবশেষিয়া। কোন সমুঝব হিয়াক বেদন পিয়া সে গেল পরদেশিয়া ॥ সময় শারদ-চাদ নিরমল দীগ্রদীপতি-বাতিয়া। (১) ফুটল মালতী কুন্দ কুমুদিনী পড়ল ভ্রমর পাতিয়া ॥ পাতিয় শমনক লই । আওল কাৰ্ত্তিক ধাই। (২) ধাই ষটপদ নাই পদুমিনী পাই কিয়ে রস-মাধুরী। তুহি নিশঙ্কউ সঘনে চুম্বই কোন বুঝে আছ চাতুরী। যবহু পিয়া মঝু লেহ কয়লহি মেঘ চাতক রীতিয়া । পিয়া সে দুরহি রোয়ে পাপিনী হোই রহলহি কি রীতিয়া (৩) ৷ কি রীতি করব অব হামে । আাওল আঘন নামে ॥ নাম গুনইতে ঐছন অন্তরে সো রস সায়রে পেশলি। কোন বিহি মঝু নাহ লে গেও হাম সে পড়ি রন্থ একলি ৷ শিশির নব নব তরুণ নব নব তরুণী নবী নবী হোইরি। লেহ নব নব তেজি দারুণ দেহ থরু যন্ত কোইরি। কোই করয়ে যনি রোথে । আগুল দারুণ পৌথে ॥ পৌথ দিন মাহ৷ সূর্য-আতপ-পৱশে কম্পন হোতিয়া । রজনী হিমকর-দরশে দহ দহ হেরি সহচরী রোতিয়া ॥ কপট কানুক পীরিতি-আগুনি দরশ কথি যনি হোই রে । অতএ কুল শীল জীবন যৌবন সখীক সঙ্গহি খোই রে (৪) । খোই কুলবতী-মান। আওল মাঘ নিদান ॥ নিদানে জীবন রহুল সো পুন মাঘে সমুঝল যাবই। মদন ধানুকী ফেরি কি আওল সবহু মঙ্গল গাবই ॥ (>) (*) (৩) কোন রীতিতে ? এখানে সম্ভবতঃ শরৎকালের দীপালির কথা বলা হইয়াছে। শমনের পত্র লইয়া যেন কাৰ্ত্তিক মাস ধাইয়া আসিল । (৪) খোয়াইলাম।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।