পদাবলী—জ্ঞানদাস—১৬শ শতাব্দী। রসাল নব নব পল্লব চাপহি মুকুল শর কত যোইরে (১)। ভ্রমর কোকিল ফুকরি বোলত মার বিরহিণী ওইরে ॥(২) ওই দেখহ অনুরাগে । ফাগুন আওল আগে ॥ আগে মঝু কছু আশ আছিল নিচয় নাগর আওবে। বরিখ (৩) গেলহি অবধি ভেলহি পুন কি পামরী পাওবে (৪) ॥ সোই নিরমল বদন-মাধুরী দরশ কথি জনি হোয়। অতএ নিরগুণ জীবন তেজব মরণ ঔষধ মোয় ॥ মোহে হেরি সর্থী কোই। চৈত মাস সবহু রোই ॥ আাধ বরিখহি তাহি পামরি দাস গোবিন্দ দাসিয়া । অবহু তব অব কবহু না পাওব রহল মরমক লাশিয়া ॥ জ্ঞানদাসের পদাবলী। জন্মকাল ৫৩০ খৃষ্টাব্দ। জ্ঞানদাসের বিশেষ বিবরণ “বঙ্গভাষা ও সাহিত্যের” ৩০৩ পৃষ্ঠায় দ্রষ্টব্য। স্ত্রীরাধার পূর্বরাগ। রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর। প্রতি অঙ্গ লাগি কাদে প্রতি অঙ্গ মোর ॥ হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে। পরাণ-পীরিতি লাগি থির নাহি বান্ধে ৷ কি আর বলিব সই কি আর বলিব । যে পণ কর্যাছি চিতে সেই সে করিব ॥ (১) যোজনা করিল। (২) ভ্রমর এবং কোকিল চীৎকার করিয়া কহিল,—ঐ বিরহিণী উহাকে মার। (৩) বৎসর। (৪) এই অভাগী কি আর র্তাহাকে পাইবে ?
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।