পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
বিলাপ

গান

চরণরেখা তব
যে পথে দিলে লেখি
চিহ্ন আজি তারি
আপনি ঘুচালে কি।
ছিল তো শেফালিকা
তোমারি লিপি-লিখা,
তারে যে তৃণতলে
আজিকে লীন দেখি।


কাশের শিখা যত
কাঁপিছে থরথরি,
মলিন মালতী যে
পড়িছে ঝরি ঝরি।
তোমার যে আলোকে
অমৃত দিত চোখে,
স্মরণ তারে কি গো
মরণে যাবে ঠেকি।

১০২