পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

গান

শিউলি-ফোটা ফুরালাে যেই
শীতের বনে,
এলে যে সেই শূন্য খনে।
তাই গােপনে সাজিয়ে ডালা
দুখের সুরে বরণমালা
গাঁথি মনে মনে
শূন্য খনে।


দিনের কোলাহলে
ঢাকা সে যে রইবে হৃদয়তলে।
রাতের তারা উঠবে যবে
সুরের মালা বদল হবে
তখন তােমার সনে
মনে মনে।

১০৫