পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
শীতের উদ্‌বোধন

ডেকেছ আজি, এসেছি সাজি, হে মোর লীলাগুরু,
শীতের রাতে তোমার সাথে কী খেলা হবে শুরু।
ভাবিয়াছিনু খেলার দিন
গোধূলিছায়ে হল বিলীন,
পরান মন হিমে মলিন
আড়াল তারে ঘেরি—
এমন ক্ষণে কেন গগনে বাজিল তব ভেরী।

উতর-বায় কারে জাগায়, কে বুঝে তার বাণী।
অন্ধকারে কুঞ্জদ্বারে বেড়ায় কর হানি।
কাঁদিয়া কয় কাননভূমি,
‘কী আছে মোর, কী চাহ তুমি।
শুষ্ক শাখা যাও যে চুমি,
কাঁপাও থরথর—
জীর্ণপাতা বিদায়গাথা গাহিছে মরমর।’

বুঝেছি তব এ অভিনব ছলনাভরা খেলা—
তুলিছ ধ্বনি’ কী আগমনী আজি যাবার বেলা।
যৌবনেরে তুষারডোরে
রাখিয়াছিলে অসাড় ক’রে,
বাহির হতে বাঁধিলে ওরে
কুয়াশাঘন জালে—
ভিতরে ওর ভাঙালে ঘোর নাচের তালে তালে।

১১০