পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

নটরাজ

লেখে আসি, সে শূন্য তােমারি আয়ােজন,
সেইমতাে মাের চিত্তে পূর্ণের আসন
মুক্ত করাে রুদ্রহস্তে; কুজ্ঝ্বটিকারাশি
রাখুক পুঞ্জিত করি প্রসন্নের হাসি।
বাজুক তােমার শঙ্খ মাের বক্ষতলে
নিঃশঙ্ক দুর্জয়। কঠোর উদগ্রবলে
দুর্বলেরে করাে তিরস্কার; অট্টহাসে
নিষ্ঠুর ভাগ্যেরে পরিহাসো; হিমশ্বাসে
আরাম করুক ধুলিসাৎ। হে নির্মম,
গর্বহরা, সর্বনাশা, নমাে নমাে নম।

১১৫