এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
বসন্তের প্রবেশ
গান
নমাে নমাে, নমাে নমাে।
তুমি সুন্দরতম।
দূর হইল দৈন্যদ্বন্দ্ব,
ছিন্ন হইল দুঃখবন্ধ-
উৎসবপতি মহানন্দ
তুমি সুন্দরতম।
লুকানো রহে না বিপুল মহিমা
বিঘ্ন হয়েছে চূর্ণ,
আপনি রচিলে আপনার সীমা,
আপনি করিলে পূর্ণ।
ভরেছে পূজার সাজি,
গান উঠিয়াছে বাজি,
নাগকেশরের গন্ধরেণুতে
উড়ে চন্দনচূর্ণ।
একি লীলা, হে বসন্ত।
ম্লান আবরণ-আড়ালে দেখালে
সব দৈন্যের অন্ত।
অমানিত মাটি, দিবে তারে মান,
এসেছ তাহারি জন্য।
১২২