পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
আবাহন

গান

তােমার আসন পাতব কোথায়,
হে অতিথি।
ছেয়ে গেছে শুকনাে পাতায়
কাননবীথি।
ছিল ফুটে মালতী ফুল, কুন্দকলি,
উত্তরবায় লুঠ করে তায় গেল চলি—
হিমে বিবশ বনস্থলী
বিরলগীতি
হে অতিথি।

সুর-ভােলা ঐ ধরার বাঁশি
লুটায় ভুঁয়ে,
মর্মে তাহার তােমার হাসি
দাও-না ছুঁয়ে।
মাতবে আকাশ নবীন রঙের তানে তানে,
পলাশ বকুল ব্যাকুল হবে আত্মদানে—
জাগবে বনের মুগ্ধ মনে
মধুর স্মৃতি
হে অতিথি।

১২৪