পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
প্রার্থনা

গান

জানি তুমি ফিরে আসিবে আবার, জানি-
তবু মনে মনে প্রবােধ নাহি যে মানি।
বিদায়লগনে ধরিয়া দুয়ার
তবু যে তােমায় বলি বারবার
‘ফিরে এসাে, এসাে, বন্ধু আমার’
বাষ্পবিভল বাণী।

যাবার বেলায় কিছু মােরে দিয়াে দিয়াে
গানের সুরেতে তব আশ্বাস প্রিয়!
বনপথে যবে যাবে সে খনের
হয়তাে বা কিছু রবে স্মরণের-
তুলি লব সেই তব চরণের
দলিত কুসুমখানি।

১৩০