এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
নবীন
বিদায় দিয়ো মােরে প্রসন্ন আলােকে,
রাতের কালাে আঁধার যেন নামে না ঐ চোখে॥
হে সুন্দর, যে কবি তোমার অভিনন্দন করতে এসেছিল তার ছুটি মঞ্জুর হল। তার প্রণাম তুমি নাও। তার আপন গানের বন্ধনেই চিরদিন সে বাঁধা রইল তোমার দ্বারে। তার সুরের রাখী তুমি গ্রহণ করেছ আমি জানি; তার পরিচয় রইল তোমার ফুলে ফুলে, তোমার পদপাতকম্পিত শ্যামল শস্পবীথিকায়।
বসন্তে বসন্তে তােমার কবিরে দাও ডাক;
যায় যদি সে যাক।
রইল তাহার বাণী, রইল ভরা সুরে,
রইবে না সে দূরে;
হৃদয় তাহার কুঞ্জে তােমার
রইবে না নির্বাক্।
ছন্দ তাহার রইবে বেঁচে
কিশলয়ের নবীন নাচে নেচে নেচে।
তারে তােমার বীণা
যায় না যেন ভুলে,
তােমার ফুলে ফুলে।
মধুকরের গুঞ্জরণে বেদনা তার থাক্॥
তবে শেষ করে দাও শেষ গান,
তার পরে যাই চলে।
তুমি ভুলাে না গাে এ রজনী
আজ রজনী ভাের হলে।
১৬৭