পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

বনবাণী

 এর ভয় হয়েছে সব কথা বলা হল না। এ দিকে বসন্তের পালা সাঙ্গ হল। ত্বরা কর্‌ গো ত্বরা কর্‌- বাতাস তপ্ত হয়ে এল, এই বেলা রিক্ত হবার আগে অঞ্জলি পূর্ণ করে দে— তার পরে আছে করুণ ধূলি তার আঁচল বিছিয়ে।

যখন মল্লিকাবনে প্রথম ধরেছে কলি
তােমার লাগিয়া তখনি, বন্ধু,
বেঁধেছিনু অঞ্জলি।
তখনাে কুহেলিজালে,
সখা, তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা
উঠিতেছে ছলছলি।

এখনাে বনের গান,
বন্ধু, হয় নি তাে অবসান,
তবু এখনি যাবে কি চলি।
ও মাের করুণ বল্লিকা,
তোর শ্রান্ত মল্লিকা
ঝরােঝরাে হল, এই বেলা তাের
শেষ কথা দিস বলি॥

 ‘শুক্‌নো পাতা কে যে ছড়ায় ঐ দূরে।’ বসন্তের ভূমিকায় ঐ পাতাগুলি একদিন আগমনীর গানে তাল দিয়েছিল, আজ তারা যাবার পথের ধূলিকে ঢেকে দিল, পায়ে পায়ে প্রণাম করতে লাগল বিদায়পথের পথিককে। নবীনকে সন্ন্যাসীর বেশ পরিয়ে দিয়ে বললে, ‘তোমার উদয় সুন্দর, তোমার অস্তও সুন্দর।’

১৬৮