পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

নবীন

ঝরা পাতা গাে, আমি তােমারি দলে।
অনেক হাসি অনেক অশ্রুজলে
ফাগুন দিল বিদায়মন্ত্র
আমার হিয়াতলে।

ঝরা পাতা গাে, বসন্তী রঙ দিয়ে
শেষের বেশে সেজেছ তুমি কি এ!
খেলিলে হােলি ধুলায় ঘাসে ঘাসে
বসন্তের এই চরম ইতিহাসে।
তােমারি মতাে আমারাে উত্তরী
আগুন রঙে দিয়াে রঙিন করি,
অস্তরবি লাগাক পরশমণি
প্রাণের মম শেষের সম্বলে॥


সে-যে কাছে এসে চলে গেল তবু জাগি নি।
কী ঘুম তােরে পেয়েছিল হতভাগিনী॥

 মন ছিল সুপ্ত, কিন্তু দ্বার ছিল খোলা, সেইখান দিয়ে কার নিঃশব্দ চরণের আনাগোনা। জেগে উঠে দেখি, ভুঁইচাঁপাফুলের ছিন্ন পাপড়ি লুটিয়ে আছে তার যাওয়ার পথে। আর দেখি, ললাটে পরিয়ে দিয়ে গেছে বরণমালা, তার শেষ দান, কিন্তু এ-যে বিরহের মালা।

কখন দিলে পরায়ে
স্বপনে বরণমালা, ব্যথার মালা।
প্রভাতে দেখি জেগে-
অরুণ মেঘে
বিদায়বাঁশরি বাজে অশ্রু-গালা।

১৬৯