এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ঋতুনৃত্য
বৈশাখ
ধ্যাননিমগ্ন নীরব নগ্ন
নিশ্চল তব চিত্ত
নিঃস্ব গগনে বিশ্বভুবনে
নিঃশেষ সব বিত্ত।
রসহীন তরু, নির্জীব মরু,
পবনে গর্জে রুদ্র ডমরু,
ঐ চারি ধার করে হাহাকার,
ধরাভাণ্ডার রিক্ত।
তব তপতাপে হেরো সবে কাঁপে,
দেবলোক হল ক্লান্ত।
ইন্দ্রের মেঘ, নাহি তার বেগ,
বরুণ করুণ শান্ত।
দুর্দিনে আনে নির্দয় বায়ু,
সংহার করে কাননের আয়ু-
ভয় হয় দেখি, নিখিল হবে কি
জড়দানবের ভৃত্য।
জাগো ফুলে ফলে নব তৃণদলে,
তাপস, লোচন মেলো হে—
জাগো মানবের আশায় ভাষায়,
নাচের চরণ ফেলো হে।
৬৯