পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
শেষ মিনতি

গান

কেন পান্থ, এ চঞ্চলতা।
কোন্‌ শূন্য হতে এল কার বারতা

‘যাত্রাবেলায় রুদ্ররবে
বন্ধনডাের ছিন্ন হবে,
ছিন্ন হবে, ছিন্ন হবে।’

নয়ন কিসের প্রতীক্ষারত
বিদায়বিষাদে উদাস-মতো,
ঘনকুন্তলভার ললাটে নত-
ক্লান্ত তড়িৎবধূ তন্দ্রাগতা।

‘মুক্ত আমি, রুদ্ধ দ্বারে
বন্দী করে কে আমারে।
যাই চলে যাই অন্ধকারে
ঘণ্টা বাজায় সন্ধ্যা যবে।’

কেশরকীর্ণ কদম্ববনে
মর্মর মুখরিল মৃদু পবনে,
বর্ষণহর্ষ-ভরা ধরণীর
বিরহবিশঙ্কিত করুণ কথা।
ধৈর্য মানো, ওগাে, ধৈর্য মানো,
বরমাল্য গলে তব হয় নি ম্লান,
আজো হয় নি ম্লান,
ফুলগন্ধনিবেদনবেদনসুন্দর
মালতী তব চরণে প্রণতা।

৯২