এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
শরতের ধ্যান
গান
আলাের অমল কমলখানি
কে ফুটালে,
নীল আকাশের ঘুম ছুটালে।
‘সেই তো তােমার পথের বঁধু
সেই তাে।
দূর কুসুমের গন্ধ এনে খোঁজায় মধু
এই তো।’
আমার মনের ভাবনাগুলি
বাহির হল পাখা তুলি,
ঐ কমলের পথে তাদের
সেই জুটালে।
‘সেই তো তােমার পথের বঁধু
সেই তাে।
এই আলাে তার এই তো আঁধার
এই আছে এই নেই তাে।’
শরৎ-বাণীর বীণা বাজে
কমলদলে।
ললিত রাগের সুর ঝরে তাই
শিউলিতলে।
তাই তাে বাতাস বেড়ায় মেতে
কচি ধানের সবুজ খেতে,
বনের প্রাণে মর্মরানির
ঢেউ উঠালে।
৯৯