পঞ্চম কম্প স্মিথের বিস্ময়কর কাহিনী স্মিথ সেই সন্ধ্যার অন্ধকারে ক্লান্ত দেহে ও কম্পিত পদে, ছাপাইতে ই পাইতে হঠাৎ সেই প্রান্তরে উপস্থিত হইয়া কিরূপে মি: ব্লেকের আলিঙ্গনে আবদ্ধ হইল, মি: রেক তাহার সন্ধানে পূৰ্ব্বোক্ত সৌধের অভিমুখে অগ্রসর হইবামাত্র সে কোথ৷ হইতে আসিয়া তাহাকে দুশ্চিন্তার অকুল সমুদ্র হইতে উদ্ধার করিল—ইহা বুঝতে নাপারিয়া পাঠক পাঠিকাগণ নিশ্চয়ই বিস্মিত হইয়াছেন ; কিন্তু তাহদের কৌতুহল নিবৃত্ত করিতে হইলে আমাদিগকে কিঞ্চিৎ পুৰ্ব্ব-কথার আলোচনা করিতে হইবে । স্থি বিবি ফিল্পের হোটেল হইতে তাহার মোটর-সাইক্লে প্রিন্স রাডিশ্নভের মোটর শকটের অনুসরণ করিতে করিতে হঠাৎ তাহার শকটের পশ্চাতে উপস্থিত হইলে, প্রিন্স রাডিশ্লভ কি ভাবে তাহার গতিহীন মোটরসাইক্লের সন্মুখস্থ টায়ারে গুলী করিয়া তাহ ফাটাইয়া দিয়াছিলেন, এবং তাহার ফলে স্মিথ কি ভাবে পথের উপর নিক্ষিপ্ত হইয়া অজ্ঞান হইয়াছিল—তাহ পাঠক পাঠকগণ বোধ হয় বিস্তৃত হন নাই ; তাহার পর স্মিথের ভাগ্যে কি ঘটিয়াছিল—তাহ শুনিলেই তাহাদের কৌতুহল নিবৃত্ত হইবে। যখন স্মিথের চেতন-সঞ্চার হইল—তখন সে মস্তকে অসহ যন্ত্রণা অনুভব করিল। সে কোথায় আসিয়াছে, কেন আসিয়াছে, কত দিন পূৰ্ব্বে আসিয়াছে, তাঙ্গ স্মরণ করিতে পারিল না। তাহার ক্রর উপর কেহ যেন অগ্নিময় লৌহশলাকা চাপিয়া ধরিয়াছে বলিয়া মনে হইল ! প্রথমে চক্ষু খুলিতে তাহার ইচ্ছা হইল না। সে পথে পড়িয়া আছে, কি কোন গৃহ-কক্ষে আনীত হইয়াছে, তাহ জানিবার জন্যও তাহার আগ্ৰহ হইল না। তাহার সেরূপ অবস্থার কারণ কি, ইহাও সে স্মরণ করিতে পারিল না। তাহার মস্তিষ্কের ভীষণ প্রদাহ হইতে সে বুঝিতে পারিল—তাহার দেহে প্রাণ আছে; ইহা ভিন্ন
পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১০৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।