సిసి বন্দিনী রাজনন্দিনী কোন কথা তাহার মনে পড়িল না । কিন্তু ক্রমে তাহার চিন্তাশক্তি ফিরিয়া আসিল, সেই সঙ্গে তাহার বর্তমান অবস্থার কথা জানিবার জন্ত স্বাভাবিক আগ্রহও প্রবল झङ्गे डेठेिल । সে কোথায় ?—এই প্রশ্ন মনে হইতেই স্মিথ ধীরে ধীরে চক্ষু মেলিয়া চতুর্দিকে দৃষ্টিপাত করিল ; সে দেখিতে পাইল—একটি সুবিস্তীর্ণ সুসজ্জিত কক্ষে শুভ্র সুকোমল শয্যায় সে শায়িত আছে। স্মিথ ধীরে ধীরে মাথা তুলিয়া সেই কক্ষের দ্বার জানালাগুলি দেখিবার চেষ্টা করিল ; কিন্তু মাথা তুলিতে গিয়া এরূপ যন্ত্রণা হইল যে, আর তাহার মাথা তুলিবার সামর্থ্য হইল না ! সে আরও কয়েক মিনিট চক্ষু মুদিয়া পড়িয়া রহিল ; কিন্তু নূতন নূতন চিন্তা আসিয়া তাহার হৃদয় অধিকার করিল। সে ভাবিতে লাগিল, ‘আমি এ কোথায় আসিয়াছি ? কেন আসিয়াছি ? আমাকে এই অপরিচিত স্থানে কে আনিল ? কোথা হইতে কিরূপে আনিল ?”—সে মুদিত নেত্ৰে পুৰ্ব্বকথা স্মরণ করিবার চেষ্টা করিল। তাহার স্মৃতির উপর যে যবনিকা প্রসারিত হইয়াছিল, তাহা অতি ধীরে অপসারিত হইতে লাগিল । তাহার স্মরণ হইল—এক দিন প্রভাতে সে তাহার মোটর-সাইক্লে চাপিয়ঃ পশ্চিম ইংলণ্ডের প্রাস্তবত্তী নির্জন প্রান্তর-পথ দিয়া একখানি মোটর-শকটের অনুসরণ করিতেছিল। সে একটি পথের মোড়ে আসিতেই তাহার অগ্রবর্তী মোটরশকটের আরোহী সেই শকটের পশ্চাস্থাগে ঝুকিয়া-পড়িয়া তাহার মোটর-সাইক্লের সম্মুখেরচাকার টায়ার লক্ষ্য করিয়া গুলী মারিয়াছিল; মুহূৰ্ত্ত মধ্যে টায়ার ফসিলে, সে সাইক্ল সহ বিদ্যুদ্বেগে পথ হইতে ঘুরিয়া গিয়া, পথ-প্রান্তবর্তী সাকোর প্রাচীরে নিক্ষিপ্ত হইয়াছিল; তাহার পর সেখান হইতে ধাক্কা খাইয়া সাইক্ল হইতে ছিটকাইয়া উৰ্দ্ধপদে হেটমুণ্ড পথের উপর নিক্ষিপ্ত হইয়াছিল। তাহার পর কি হইয়াছিল— তাহার স্মরণ হইল না। তবে সে বুঝিতে পারিল—সেই নিদারুণ আঘাতে তাহার চেতনা বিলুপ্ত হইলেও সে মরে নাই ; অচেতন অবস্থায় সে এই কক্ষে নীত হইয়াছিল –সেই স্থানেই সে পড়িয়া আছে; কি কেহ তাহাকে এখানে আনিয়াছে, এবং এ বাড়ী কাহার, ইহা সে বুঝিতে পারিল না ; বুঝিবারও কোন উপায়
পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।