পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম কল্প X o X তাহারা মনুষ্য কি পশু, আমার তাহ বুঝিবার শক্তি না থাকিলেও, আমি যে তাহাদের বন্দী, ইহা বুঝিতে আমার এক মুহূৰ্ত্ত বিলম্ব হয় নাই। আমাকে অসহায় দেখিয়া আপনার স্তায় সাহসী বীর পুরুষ কতক্ষণ পর্যন্ত আমার প্রতি অত্যাচার করা পৌরুষের বিষয় মনে করিবে- ইহাই আমি বুঝিরা উঠিতে পারিতেছি না । আপনার বোধ হয় একথা চিন্তা করিবার অবসর হয় নাই যে, আপনি এখন আপনার পিতৃ-রাজ্যে নাই—এখন আপনি ইংলণ্ডে থাকিয়া একজন বৃটিশ প্রজাকে তাঙ্গরই স্বদেশে কাপুরুষের মত আক্রমণ করিয়া সাংঘাতিক ভাবে আহত করিয়াছেন, এবং তাহতেও খুসী না হইয় তাহাকে অবৈধ ভাবে আটক করিয়া রাথিয়াছেন ।” প্রিন্স রাডিশ্লভ স্মিথের ধৃষ্টতায় বিচলিত হইয়া উত্তেজিত স্বরে বলিলেন, “তোমার মত একটা পতঙ্গকে আমার সঙ্কল্প-সাধনে বিঘ্ন ঘটাইবার চেষ্টা করিতে নেপিয়া, যাহা ভাল মনে হইয়াছে তাহাই করিয়াছি ; তবে ইহাতে আমার বিপদের আশঙ্কা আছে কি না তাহাও ভাবিয়া দেখিয়াছি। আমি তোমাকে কয়েদ করিয়াছি সত্য ; কিন্তু এখনও তোমার মুক্তি লাভ, তোমার কার্য্যের উপরেই সম্পূর্ণরূপে নির্ভর করিতেছে । আমি যখন তোমার গতিরোধের জন্ত তোমার মোটর-সাইক্লের টায়ার ফাসাইয়া দিয়াছিলাম, তপন তুমি সাইক্ল হইতে সবেগে নিক্ষিপ্ত হইয়াও যে বাচিয়া আছে—ইহাই তোমার পরম সৌভাগ্য। সেই আঘাতে তোমার মৃত্যু হইলেও আমার কোন ক্ষতি হইত না ; বুঝিতাম--তাহ! তোমারই অনধিকারচর্চার ফল –ই, তুমি আমাদের পরিবারিক ব্যাপারে হস্তক্ষেপণ করিয়া যে অনধিকারচর্চা করিয়াছিলে, তাহার মার্জনা নাই। তুমি যে তরুণীকে সঙ্গে লইয়াগিয়া পলমুরের হোটেলে আশ্রয় দান করিয়াছিলে—সে যে কোন সাধারণ গৃহস্থঘরের মেয়ে নয়—তাহা তুমি জানিতে; কারণ—আমার বিশ্বাস—তাহাকে ওভাবে ফুল্লাইয়া লইয়া যাইবার পুৰ্ব্বে তুমি তাহার প্রকৃত পরিচয় অবগত হইয়াছিলে ।” স্মিথ নিস্তব্ধ ভাবে দাড়াইয়া রহিল । সে স্থির করিয়াছিল, নিতান্ত প্রয়োজন ভিন্ন প্রিন্স রাডিঙ্কভের নিকট কোনও কথা প্রকাশ করিবে না, তাহার কোনও প্রশ্নের উত্তরও দিবে না।