পঞ্চম কল্প X ෆථ হইত, তাহার শেষ ফল কি হইত ? তুমি এরূপ নিৰ্ব্বোধ যে, রামালিয়ার রাজকুমারী নাতলী একটা অসার খেয়ালের বশে, সাময়িক উত্তেজনার তাড়নায়, আমার বাড়ী হইতে পলায়ন করিয়া কি ভুল করিয়াছিল—তাহ পর্য্যন্ত বুঝিতে পার নাই ! তুমি মুৰ্থ, মুখ ন হইলে কি কোন স্বাধীন রাজ্যের রাজনীতি-সংক্রান্ত ব্যাপারে হস্তক্ষেপণ করিতে উদ্যত হইতে ? না, রাজার পারিবারিক ব্যাপার লইয়া ওঁভাবে অনধিকারচর্চা করিতে তোমার সাহস হইত ? “তোমার এই প্রকার অনধিকারচর্চা যদি আমি পাগলের পাগলামী ভাবিয়া অগ্রাহ না করিতাম—তাহ হইলে তোমার ধৃষ্টতার কথা তোমাদের গবর্মেন্টের গোচর করিয়া, তোমার যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করিতাম ; কিন্তু তুমি তোমাদের রাজদ্বারে অভিযুক্ত হইয়া দণ্ডিত হও—আমার এরূপ ইচ্ছা নাই। আমি তোমার প্রতি কঠোর ব্যবহারের পক্ষপাতী নহি। তোমার বয়স অল্প, নির্মুদ্ধিতাবশতঃ তুমি যে অন্যায় কাজ করিয়াছ—সেজন্ত তোমার প্রতি দয়া প্রদর্শন করিতে আমার আপত্তি নাই । সেইজন্তই তোমাকে বলিয়াছি—এখীন হইতে তোমার মুক্তিলাভ তোমার কার্য্যের উপরেই সম্পূর্ণ নির্ভর করিতেছে ; কিন্তু যদি তুমি আমার অবাধ্য হও—ও নিজের বদখেয়াল পরিত্যাগ না কর—তাহা হইলে আমার যতদিন ইচ্ছা তোমাকে এখানে কয়েদ করিয়া রাখিব । “তোমার প্রতি দয়া প্রদর্শন করা সঙ্গত হইবে কি না তাহ স্থির করিবার জন্ত আমি যথেষ্ট কষ্ট স্বীকার করিয়া তোমার প্রকৃত পরিচয় সংগ্ৰহ করিয়াছি, এবং জানিতে পারিয়াছি লওনে রবার্ট ব্লেক নামক কে একজন গোয়েন্দা আছে,— তুমি তাহারই আশ্রিত ; তুমি সেই গোয়েন্দাটার গুপ্তচরের কাজ করিয়া থাক । তবে তুমি আমাদের পারিবারিক ব্যাপার সম্বন্ধে যে অনধিকারচর্চা করিয়াছ— তাহা তোমার মনিব গোয়েন্দা ব্লেকের অজ্ঞাতসারে হইয়াছে বলিয়াই আমার বিশ্বাস। গোয়েন্দাগিরি তোমার মনিবের পেশা হইলেও সে নিশ্চয়ই তোমার এই রকম ধৃষ্টতার সমর্থন করিত না –তুমি কি বলিতে চাও—তোমার মনিবের আদেশে আমার পারিবারিক ব্যাপারে হস্তক্ষেপণ করিয়াছিলে ?—এ সকল কাজ কি তাহার অজ্ঞাতসারে হয় নাই ?”
পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।