পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X ov, বন্দিনী রাজনন্দিনী এই যুবকের সহিত কাল অপরাহ্লে তোমার সাক্ষাৎ হইলে, উহাকে তুমি নিজের সম্বন্ধে যে সকল কথা বলিয়াছিলে—তাহা কৌতুকচ্ছলেই (a joke ) বলিয়া ছিলে কি না ?” রাজকুমারী ভূতলে দৃষ্টি সংলগ্ন করিয়া পূৰ্ব্ববং অস্ফুট স্বরে বলিল, “কৌতুকচ্ছলেই বলিয়াছিলাম।” প্রিন্স রাডিশ্লভ সগৰ্ব্ব দৃষ্টিতে স্মিথের মুখের দিকে চাহিয়া সোৎসাহে বলিলেন, “যুবক, তুমি রাজকুমারীর নিজের মুখেই শুনিলে—উনি খেয়ালের বশে একাকিনী গৃহত্যাগ করিয়া অসহায় ভাবে মাঠে মাঠে ঘুরিয়া বেড়াইতেছিলেন, এবং তোমাকে যে সকল কথা বলিয়াছিলেন—তাহ সত্য নহে, সেই সকল কথা কৌতুকচ্ছলেই বলিয়াছিলেন ; আর সেই কথায় নির্ভয় করিয়াই তুমি আমাদের পারিবারি ব্যাপারে হস্তক্ষেপণ করিতে উদ্যত হইয়া কিরূপ অমর্জনীয় অনধিকারচর্চা করিয়াছিলে! আশা করি তোমার ভ্রম দূর হইয়াছে, এবং তুমি তোমার অবৈধ কার্যের জন্ত অনুতপ্ত হইয়াছ। মানুষ মাত্রেই ভ্রম করে । তোমার এইরূপ ভ্ৰম অত্যন্ত শোচনীয় হইলেও, আমি তোমার অপরাধ মার্জনা করিতে প্রস্তুত আছি। কেবল যে তোমার অপরাধ মার্জনা করিব এরূপ নহে—তোমাকে মুক্তিদান করিতেও আমার আপত্তি নাই ; কিন্তু এক সৰ্বে তোমাকে মুক্তিদান করিব । সেই সর্ত এই যে, রাজকুমারী-সংক্রান্ত কোন কথা কাহারও নিকট প্রকাশ করিবে না ; এমন কি, এই সকল ব্যাপারের কথা সম্পূর্ণরূপে বিস্তৃত হইবে—আমার নিকট তোমাকে এই অঙ্গীকারে আবদ্ধ হইতে হইবে। যদি তুমি এইরূপ অঙ্গীকারে অসম্মত হও, তাহা হইলেও যে তোমাকে কখনও মুক্তিদান করিব না-—আমাকে ততদূর নিষ্ঠুর মনে করিও না –তোমাকে মুক্তিদান করিব বটে, কিন্তু আরও একদিন তোমাকে এখানে আটক থাকিতে হইবে। কাল রাত্রে তোমাকে মুক্তিদান করিতে আমার আপত্তি হইবে না। তাহার পর তুমি যখন যেখানে ও যাহার নিকট ' ইচ্ছ—এই সকল কথার আলোচনা করিও, আমার কার্য্যের তীব্র প্রতিবাদ করিও, ইচ্ছাহয় সংবাদপত্রে আন্দোলন করিও,—তাহাতে আমার আপত্তি হইবে না। এখন বল—সকল কথা কাল সন্ধ্যা পর্য্যন্ত গোপন রাখিবার অঙ্গীকারে অবিলম্বে মুক্তিলাভ