পঞ্চম কল্প > or আরও এক দিন তাহাকে আটক করিয়া রাখিবেন, পর দিন রাত্রে সে মৃক্তিলাভ করিবে ; তাহার পর সে যাহাকে ইচ্ছ। এই সকল কথা বলিতে পারে, যেখানে ইচ্ছ এ সকল কথার আলোচনা করিতে পারে —ৰ্তাহার একথা বলিবার কারণ কি-- স্মিথ তাহাও বুঝিতে পারিল না। হঠাৎ তাহার মনে হইল—পর দিন প্রিন্স বার্কোর সঙ্গিত গোপনে নাত লীর বিবাহ হইবে না ত ? এই বিবাহের পর সকল কথা প্রকাশিত হইলে প্রিন্স রাডিশ্লভের কোন অনিষ্টের আশঙ্কা নাই ; কোন প্রকারে বিবাহটা শেন করিতে পারিলেই তাহার সঙ্কল্প সিদ্ধ হইবে, র্তাঙ্গর দুশ্চিন্ত দূর হইবে । স্মিথ সিন্ধান্ত করিল—পরদিন সন্ধ্যার পূৰ্ব্বেই নাতালীকে প্রিন্স বার্কোর হস্তে সম্প্রদান কর হইবে । রাজকুমারী নাতালী স্বেচ্ছায় এই বিবাহে সম্মতি দান করিয়াছে—স্মিথ ইহা বিশ্বাস করিতে পারিল না ; তাহার ধারণা হইল, গ্রিন্স রাডিশ্লভ ভয় প্রদর্শন করিয়াই নাতালীকে এই বিলাঙ্গে সম্মত হইতে বাধ্য করিয়াছেন –এই সকল কথা চিন্তা করিয়া স্মিথ প্রিন্স রাডিশ্লভের প্রস্তাবিত অঙ্গীকারে আবদ্ধ হইয়া সৃক্তিলাভ করিতে সম্মত হইল না । কিন্তু স্মিথ ইহা ও ভাবিল, মিঃ রেক তাহার টেলিগ্রাম পাইয়া সম্ভবতঃ পলমুরে যাত্র করিয়াছেন ; তিনি সেই গ্রামে উপস্থিত হইয়া বিবি ফিল্পের হোটেলে তাহার সন্ধান লইবেন, এবং তাঙ্গকে সেখানে না পাইয়া ব্যগ্রভাবে চারি দিকে খুজিয়া বেড়াইবেন। মিঃ রেক সে সময় পলম্রে আসিয়া তাহার সন্ধানে ঘুরিয়া বেড়াইতেছেন কি না, তাহা সে অনুমান করিতে পারিল না। স্মিথ যপন প্রিন্স রাডিশ্লভের সম্মুখে আনীত হইয়াছিল—তখন সন্ধ্যা সমাগত-প্রায় ; সুতরা বুঝিতে পারিল—অজ্ঞান হইয়া সমস্ত দিন সে প্রিন্স রাডিশ্লভের গৃহে পড়িয়া ছিল । প্রিন্স রাডিশ্নণভের আদেশে তাহার উভয় হস্ত পুনৰ্ব্বার রজ্জ্ব বদ্ধ হওয়ায় সে অবিলম্বে মুক্তিলাভের আশা ত্যাগ করিল ; কিন্তু মিঃ রেক যদি পলমুরে আসিয়া থাকেন—তাহা হইলে তাহাকে দেখিতে না পাইয়া তিনি কিরূপ উৎকণ্ঠিত হইবেন, এবং সেই নির্জন প্রান্তরের চতুর্দিকে তাহাকে খুজিতে গিয়া কিরূপ বিত্রত হইবেন—তাহা বুঝিতে পারিয়া সে প্রিন্স রাডিশ্নভের কবল হইতে পলায়ন করিবার
পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।