পঞ্চম কল্প > X > উভয় হস্তের বন্ধন খুলিয়া দিতে ইঙ্গিত করিলেন –ভূত্য স্মিথের হস্তের বন্ধন রজ্জু খুলিয়া লইল । বন্ধন-মুক্ত হইয়া স্মিথ উভয় হস্তের মণিবন্ধ ডলিয়া অসাড়তা দূর করিল। কিন্তু সে কি ভাবে প্রিন্স বার্কোর রসিকতার উত্তর দিবে—প্রিন্স রাডিশ্লভ গুহ অনুমান করিতে পারিলেন না ; প্রিন্স বার্কোর বিশ্বাস হইয়াছিল—স্মিথ বাক্যবাণে তাহাকে আহত করিবার চেষ্টা করিবে । বার্কে জানিত বাক্যবাণ চৰ্ম্মে বিদ্ধ হয় না ; আর তাহার মৰ্ম্মভেদ করিতে পারে, এরূপ শর বর্ষণ করিতেও স্মিথের সাধ্য হইবে না –সুতরাং স্মিথের ভাবভঙ্গি দেখিয়া প্রিন্স বার্কে চেয়ারে বসিয়া দণত বাহির করিয়া নিশ্চিন্ত চিত্তে হাসিতে লাগিল । স্মিথ যে স্থানে দাড়াইয় ছিল, প্রিন্স রাডিশ্নভের সন্মুখবর্তী টেবিল হইতে তাঙ্গর দুরত্ব তিন ফিটের অধিক নহে। প্রিন্স বার্কে তাহার দক্ষিণ পাশ্বে উপবিষ্ট ছিল। স্মিথ এক লম্ফে টেবিলের নিকট উপস্থিত হইল, এবং দুই হাতে টেবিলের এক প্রান্ত ধরিয়া ক্রুদ্ধ ব্যান্ত্রের স্তায় তীব্র দৃষ্টিতে বার্কোর মুখের দিকে চাহিল ; তাঙ্গর পর উত্তেজিত স্বরে বলিল,“ই,আমি তোমার রসিকতার উত্তর দিব; এরপ নির্বাত উত্তর দিব—যাহা তোমরা কোনও বন্দীর নিকট পাইবার প্রত্যাশা কর না।” এই কথা বলিয়া স্মিথ প্রিন্স রাডিশ্লভ বা প্রিন্স বার্কেকে কথা বলিবার অবসর না দিয়াই টেবিলের উপর হইতে কালীপূর্ণ প্রকাণ্ড কাচের দোয়াতটা তুলিয়া লইল, এবং প্রিন্স বার্কে তাহার মনের ভাব বুঝিতে পারিয়া তৎক্ষণাৎ উঠিয়া দাড়াইবীমাত্র সে তাহার মুখ লক্ষ্য করিয়া দোয়াতটি সবেগে নিক্ষেপ করিল। দোয়াতের আঘাতে প্রিন্স বার্কোর ঠোট কাটিয়া গেল, এবং দোয়াতের কালী তাহার গাল ও চোখ মুখ মসিলাঞ্ছিত করিয়া তাতার বুকে ঢালিয়া পড়িল। প্রিন্স বার্কোর মহামূল্য পরিচ্ছদ কালীতে ভিজিয়া নষ্ট হইয়া গেল।—তখন সে ভূতের মত চেহারা লইয়া, উভয় হস্ত উৰ্দ্ধে তুলিয়া ক্রোধে গর্জন করিয়া উঠিল ; মূহূৰ্ত্ত মধ্যে সে সাম্লাইয়া লইয়া স্মিথকে আক্রমণ করিবার পূৰ্ব্বেই, স্মিথ ক্ষিপ্ৰহস্তে টেবিলের উপর হইতে আবলুস কাঠের মোট ও লম্বা রুলগাছটা তুলিয়া লইয় তদ্বারা তাহার মসিসিক্ত ললাটে প্রচণ্ডবেগে আঘাত করিল। দোয়াতের কতক
পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।