ষষ্ঠ কল্প ধূমপান শেষ হইলে তিনি স্মিথকে বলিলেন, “স্মিথ, তুমি অজ্ঞাতসারে একটি স্বাধীন রাজ্যের একদল নায়কের জটিল ষড়যন্ত্রে হস্তক্ষেপণ করিয়াছ । রামালিয়া রাজ্যের বর্তমান রাজনৈতিক অবস্থা আমার অজ্ঞাত নহে । সেই রাজ্যের নায়কবর্গের অনেকে জাৰ্ম্মানীর উৎকোচের লোভে তাহার পক্ষপাতী হইয়াছে ; প্রিন্স রাডিশ্লভ সেই দলে মিশিয়াছে। ইহা বৃটিশ পররাষ্ট্র বিভাগের সুবিদিত। পররাষ্ট্র বিভাগের কর্তৃপক্ষ জানেন প্রিন্স বার্কোর সহিত রাজকুমারী নাতালীর বিবাহ বৃটিশ স্বার্থের প্রতিকূল ; তথাপি এই দলাদলিতে স্বেচ্ছায় হস্তক্ষেপণ করিতে র্তাহারা অসম্মত। সুতরাং তাহারা স্বতঃপ্রবৃত্ত হইয়া এই বিবাহ বন্ধ করিবেন না । কিন্তু আজ সকালেই লণ্ডনের দৈনিক-পত্র পাঠে জানিতে পারিয়াছি রামালিয়া রাজ্যের শাসন-পরিষদের সভাপতি কাউণ্ট বটোভস্কি লণ্ডনে আসিয়া ক্লারিজের হোটেলে বাস করিতেছেন। তিনি কি উদ্দেন্তে হঠাৎ লণ্ডনে আসিয়াছেন—সংবাদপত্র পাঠে আমি তাহা জানিতে না পারিলেও, তোমার নিকট সকল কথা শুনিয়া র্তাহার আগমনের উদ্বেগু অনুমান করিতে পারিয়াছি। আমার বিশ্বাস, প্রিন্স বার্কের সহিত নাতালীর বিবাহের প্রস্তাব শুনিয়া বিবাহটা বন্ধ করিবার জন্তই তিনি লণ্ডনে আসিয়াছেন ; তবে যদি বিবাহটা গোপনে তাড়াতাড়ি শেষ হইয়া যায়—তাহা হইলে তাহার চেষ্ট বিফল হইবে। কাউণ্ট বটোভস্কি রুসিয়ায় জন্মগ্রহণ করিয়াছিলেন ; এবং আমি জানি জাৰ্ম্মানীর প্রতি র্তাহার অবিশ্বাস ও অশ্রদ্ধা আন্তরিক । জাৰ্ম্মানীর কপটতা ও ধূৰ্ত্ততLর্তাহার অজ্ঞাত নহে । “তিনি প্রিন্স বার্কোর সহিত নাতালীর বিবাহে নিশ্চয়ই সম্মতি দান করিবেন না ; কারণ তিনি জানেন প্রিন্স বার্কে জাৰ্ম্মানীর হস্তের ক্রীড়া-পুত্তলিকা, তাহার ব্যক্তিগত মতের বিন্দুমাত্র স্বাতন্ত্রা নাই। কাউন্ট বটোভস্কি শীঘ্রই লওনে আসিবেন শুনিয়া, এবং তিনি এই বিবাহে বাধা দান করিবেন বুঝিয়, প্রিন্স রাডিশ্লভ বিবাহট তাড়াতাড়ি গোপনে শেষ করিবার জন্ত অত্যন্ত ব্যস্ত হইয়া উঠিয়াছে। কাউন্ট বটোভস্কি যে মুহূৰ্ত্তে রামালিয়া রাজ্য পরিত্যাগ করিয়াছেন, প্রিন্স রাডিশ্নভের দলের লোক সেই সংবাদ সেই মুহূৰ্ত্তেই তাহাকে জানাইয়াছে। বিবাহটা তাড়াতাড়ি গোপনে শেষ করিবার জন্ত সেই দিন হইতেই সে অধীর
পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।