বন্দিনী রাজনন্দিনী "לג 2 হইয়া উঠিয়াছে। কাউণ্ট বটেভঙ্কি লণ্ডনে উপস্থিত হইয়াছেন–প্রিন্স রাডিশ্লভ | এ সংবাদও পাইয়াছে ;—এইজন্তই লণ্ডনে বিবাহের আয়োজন করিতে তাহার সাহস না হওয়ায় সে নাতালীকে কয়েদ করিয়া ইংলণ্ডের এক প্রান্তে আনিয়াফেলিয়াছে। প্রিন্স বার্কে পুৰ্ব্বেই এদেশে আসিয়া জুটিয়াছিল –এখন সম্প্রদানকাৰ্য্যটি গোপনে শীঘ্র সুসম্পন্ন হইলেই তাহদের আশা পূর্ণ হয়। “রাজকুমারী নাতালী তোমার সম্মুখে আসিয়া বলিয়াছে—সে খেয়ালের বশে ছেলেমী করিয়া তাহার পিতৃব্যের আশ্রয় ত্যাগ করিয়াছিল ; আর তোমাকে যে সকল কথা বলিয়াছিল—তাহ সত্য নহে, ঐ সকল কথা সে রহস্তচ্ছলে বলিয়াছিল। —তাহার মুখে এই কথা শুনিয়া তুমি স্তম্ভিত হইয়াছিলে। তাহার জন্ত জীবন বিপন্ন করিয়াছিলে—অথচ সে তোমার সহিত এইরূপ কপট ব্যবহার করিল, ভাবিয়া তুমি অত্যন্ত মৰ্ম্মাহত হইয়াছ ; কিন্তু ভাহার এইরূপ ব্যবহারের কারণ অনুমান করা কঠিন নহে। আমার বিশ্বাস, সে গ্রামফোনের রেকর্ডের মত প্রিন্স রাডিশ্নডের উক্তিরই প্রতিধ্বনি করিয়াছে। তাহার মুখ হইতে তোমার সম্মুখে ঐ সকল কথা বাহির করাইবার কারণ এই যে, তুমি তাঙ্গর মুখে ঐ সকল কথা . শুনিলে নিরুৎসাহ হইবে ; অকৃতজ্ঞ বোধে নাতালীর পক্ষসমর্থনে বিরত হইবে । যাহার জন্ত চুরী করা যায়—সে যদি স্বয়ং চোর বলিয়া উপহাস করে—তাহা হইলে মনের যে অবস্থা হয়—তোমার মনের অবস্থাও সেইরূপ হউক, ইহাই ধূৰ্ত্ত রাডিঙ্কভের গুঢ় উদ্দেশু।” স্মিথ বিমর্ষ ভাবে বলিল, “আপনার এই অকুমান সত্য হইতে পারে ; কিন্তু রাজকুমারী নাতালী ত জানিত—আমি তাহার ইষ্টসিদ্ধির চেষ্টায় কিরূপ বিপন্ন হইয়াছিলাম, কত কষ্ট সহ করিয়াছি।” মিঃ ক্লেক বলিলেন, “তা বটে ; কিন্তু তুমি ত জন রাজকুমারী নাতালী নাবালিকা, প্রিন্স রাডিশ্নভই তাহার বৈধ অভিভাবক। প্রিন্স রাডিশ্নভ কর্তৃক উৎপীড়নের ভয়ে নাতালী তোমাকে ঐ ভাবে প্রতারিত করিতে বাধ্য হইয়াছিল । প্রিন্স রাডিশ্লভ সম্ভবতঃ তাহাকে এ ভয়ও দেখাইয়াছিল যে—সে তোমার সম্মুখে দাড়াইয়া তাহার উক্তির প্রতিধ্বনি না করিলে, তোমাকে হত্য ।
পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।