পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যষ্ঠ কল্প ))み》 করা হইবে । তোমার প্রতি তাহার পিতৃব্যের ব্যবহার দেখিয়া সেই কথা তাহার বিশ্বাস হইয়া থাকিলে, তাহাতে বিস্মিত হইবার কারণ আছে কি ? তোমার প্রাণরক্ষার জন্তই নাতালী মনের প্রকৃত ভাব গোপন করিয়া তোমার সাক্ষাতে ঐ সকল মিথ্যা কথা বলিয়াছিল –ইহাতে সেই কূটবুদ্ধি_কপট রাজনীতিকের উদেণ্ড সফল হইয়াছিল ।” স্মিথ তাহার কথা শুনিয়া যেন শান্তি লাভ করিল ; কিঞ্চিৎ উৎসাহের সহিত বলিল, “কৰ্ত্ত, আপনার কি বিশ্বাস—আমার প্রাণ রক্ষা করিবার উদ্দেশ্রেই নাতালী অবলীলাক্রমে সেই নির্জলা মিথ্যা কথাগুলা বলিয়াছিল ?” মিঃ রেক বললেন, “এ বিষয়ে আমার বিলুমাত্র সন্দেহ নাই স্মিথ।” স্মিথ খুলী হইয়া বলিল, “আপনার কথা শুনিয়া আমারও সেই রকমই মনে হইতেছে কৰ্ত্তী ! আমি যখন প্রিন্স বার্কোকে রুল-পেটা করিয়া, ও চাকরটাকে রুলের আঘাতে ধরাশায়ী করিয়া উৰ্দ্ধশ্বাসে চম্পটদান করি, সেই সময় রাজকুমারী নাতালী জানালার কাছে দাড়াইয়া আমার পলায়ন লক্ষ্য করিতেছিল। তাহার মুখ দেখিয়া আমার মনে হইয়াছিল—আমাকে পলায়ন করিতে দেখিয়া তাহীর মন আনন্দে ও উৎসাহে ভরিয়া উঠিয়াছিল।” মিঃ রেক হাসিয়া বলিলেন, “তবে ত তুমি তাহার অন্তরের প্রকৃত ভাব বুঝিতেই পারিয়াছিলে ; তথাপি কেন অকারণ ক্ষুব্ধ হইয়াছিলে ?” স্মিথ বলিল, “সে কথা যাক । এখন আপনি কি করিবেন মনে করিয়াছেন ?” মিঃ ব্লেক হাসিয়া বলিলেন, “বন্দিনী রাজনন্দিনীকে তাহার বিবাহ-সঙ্কট হইতে উদ্ধার করিবার জন্ত যখন তুমি এত কষ্ট সহ করিয়াছ, প্রিন্স রাডিঙ্গভের ষড়যন্ত্র ব্যর্থ করিবার জন্তও চেষ্টার ক্রটি কর নাই—তখন আমি কিরূপে এই ব্যাপারে উদাসীন থাকি ? তোমার আরন্ধ কাৰ্য্য অসম্পন্ন রাখা ত আমার সঙ্গত হইবে না ।” স্মিথ বলিল, “রাজকুমারী নাতালীকে তাহার পিতৃব্যের কবল হইতে উদ্ধার করিবার কোন পন্থাই ত আমি দেখিতে পাইতেছি না; এই সঙ্কটে আপনিই বা কি তাবে তাহাকে সাহায্য করিবেন, তাহীও বুঝিতে পারিতেছি না।”