পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ । বন্দিনী রাজনন্দিনী মিঃ ব্লেক চিন্তাকুলচিত্তে বলিলেন, “এখনও বোধ হয় সেজন্ত চেষ্টা করিবার সময় আছে । এই সময়টুকুর সদ্ব্যবহার করিতে হইবে ; কিন্তু আজ রাত্রে এই অন্ধকারের মধ্যে আমরা কিছুই করিতে পারিব না। কাল প্রত্যুষে, আমার যাহা সাধ্য তাহার ক্রটি হইবে না। এখন ঘুমাইবার চেষ্টা কর।” তখন রাত্রি গভীর হইয়াছিল ; কেলি মিঃ ব্লেকের আদেশে গ্রে-প্যাস্থারের পাশ্বে ঘাসের উপর শয্যা প্রসারিত করিল ; তাহার পর তাহারা তিনজনে সেই শয্যায় শয়ন করিয়া কম্বল-মুড়ি দিলেন, এবং কয়েক মিনিটের মধ্যে গভীর নিদ্রায় আচ্ছন্ন হইলেন । সেই বিশাল প্রান্তরে সাপ বাঘের ভয় ছিল না ; সুতরাং সারারাত্রি তাহদের মুখ-নিদ্রার ব্যাঘাত হইল না । পরদিন প্রত্যুষে নিদ্রাভঙ্গ হইলে, কেলি তাড়াতাড়ি আহারের আয়োআন করিল। এরোপ্লেনে পথের সম্বল যথেষ্ট ছিল ; সুতরাং তঁহাদের আহারের অসুবিধা হইল না । আহারান্তে কেলি গ্রে-প্যাস্থারের ইঞ্জিন কার্য্যোপযোগী করিলে, মিঃ ব্লেক তাহাকে প্রিন্স রাডিশ্নভের বাড়ীর পাহারায় নিযুক্ত করিয়া এরোপ্লেনে উঠিয়া বসিলেন ; অনন্তর স্মিথ পরিদর্শকের আসনে উপবিষ্ট হইলে, গ্রে-প্যান্থার কয়েক মিনিট-মধ্যে শূন্তে উঠিল। মিঃ রেক হাজার ফিট উদ্ধে উড়িয়া গ্রে-প্যান্থীরকে পূৰ্ব্বদিকে পরিচালিত করিলেন । মিঃ ব্লেক পূৰ্ব্বদিন পলমুরের যেস্থানে অবতরণ করিয়াছিলেন, বেলা আটটা বাজিবার কয়েক মিনিট পূৰ্ব্বে ঠিক সেই স্থানেই নামিয়া পড়িলেন। তিনি গ্রে-প্যাস্থারকে একজন প্রহরীর জিম্বার রাখিয়া, স্মিথকে সঙ্গে লইয়া পদব্রজে মাঠের ভিতর দিয়া চলিতে লাগিলেন। পুৰ্ব্বদিন বিবি ফিলপের হোটেলে আসিয়া তিনি আততায়ী-হস্তে কিরূপ বিপন্ন হইয়াছিলেন, চলিতে চলিতে স্মিথকে সেই সকল কথা বলিলেন। মিঃ ব্লেকের কথা শুনিয়া স্মিথ অত্যন্ত বিস্মিত হইল, এবং লোকটার চেহারা কিয়াপ—তাহা জানিবার জন্ত আগ্রহ প্রকাশ করিল। মিঃ ব্লেক তাহার আততায়ীর চেহারার পরিচয় দিলে স্মিথ র্তাহাকে বলিল, সেই লোকটা প্রিন্স রাডিশ্লভের মোটর-চালক। প্রিল রাডিশ্লভ যখন নাতালীফে বিবি