>९२ বন্দিনী রাজনন্দিনী উপায় নাই বুঝিয়া, মিঃ ব্লেক একটা অসম্ভব গল্প বলিয়া বিবি ফিল্পেকে খুলী করিলেন । মিঃ ব্লেকের গল্প শুনিয়া না হউক, তিনি যে র্তাহার আততায়ীর কান ধরিয়া হোটেলওয়ালীর ক্ষতিপূরণের টাকা আদায় করিবার ব্যবস্থা করিয়া আসিয়াছেন—এই সংবাদ শুনিয়া বিবি ফিল্পের মুখে আর হাসি ধরে না । মিঃ ক্লেক বিলিয়াড খেলিবার ইচ্ছা প্রকাশ করিবামাত্র সে বিলিয়াড খেলিবার ঘরটি খুলিয়া দিল। মিঃ রেক স্মিথের সঙ্গে বিলিয়ার্ড খেলিতে আরম্ভ করিলেন। ペ বেলা দশটার সময় একটি যুবতী টেলিগ্রামু বাহিকা একখানি টেলিগ্রাম লইয়া হোটেলে উপস্থিত হইল । টেলিগ্রাম/সিয়াছে শুনিয়া মিঃ ব্লেক খেলা বন্ধ করিয়া সাগ্রহে টেলিগ্রামখানি গ্রহণ করিলেন এবং ব্যগ্রভাবে রুদ্ধ-নিশ্বাসে তারের সংবাদটি পাঠ করিয়া স্মিথকে তাহ পড়িতে দিলেন। স্মিথ দেখিল টেলিগ্রামে লেখা আছে— A “রবার্ট রেক, রয়াল-ক্রাউন ইন্, পলমুর—আপনি যে বিবাহের সম্ভাবনার কথা জানাইয়াছেন, সেই বিবাহ বন্ধ করিবার জন্ত আমি পার্লিয়ামেন্টের যথাবিহিত আদেশ লইয়া, যত শীঘ্র সম্ভব পলমুরে যাত্রা করিতেছি। আমার সেখানে উপস্থিত হইতে কিঞ্চিৎ বিলক্ষ হইতেও পারে ; এইজন্ত রামালিয়ার পক্ষ হইতে এতদ্বারা আপনাকে আমার প্রতিনিধিত্ব ভার অর্পণ করিলাম। আপনি দয়া করিয়া এবিষয়ে আমাকে সাহায্য করিলে, আপনার নিকট চিরজীবনের জন্ত ঋণী থাকিব। যেরূপেই হউক, এই অকল্যাণকর বিবাহ বন্ধ করিতে হইবে। আমার এই উক্তি রামালিয়া রাজ্যের জনমতের প্রতিধ্বনি। আপনার সহিত সাক্ষাৎ হইলে সকল কথা বিস্তারিত ভাবে বলিবার ইচ্ছা রহিল। ইতিমধ্যে যদি প্রয়োজন হয়, তাহা হইলে ইংলণ্ডের আইনের সাহায্য গ্রহণে কুষ্ঠিত হইবেন না । -- - (স্বাক্ষর) আলেকজান্দার বটােভস্কি।” টেলিগ্রামখানি পাঠ করিয়া গ্রিথের চক্ষু আনন্দে উজ্জ্বল হইয়া डेटैिल । সে উৎসাহ গোপন করিতে ন পারিয়া-দুই হাত ও মাথা মেঝের উপর রাখিয়৷
পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।