পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2૨8 বন্দিনী রাজনন্দিনী হইবেন । তিনি প্রান্তরে উপস্থিত হইয়াই গ্রে-প্যাস্থারে উঠতে পারেন—তাহার ব্যবস্থা করিতে হইবে। বেলা তিনটার মধ্যেই তুমি বা কেলি গ্রেপ্যাম্বারে উড়িয়া ঐ স্থানে আসিবে, এবং তঁহাকে লইয়া যত শীঘ্র সম্ভব ফিরিয়া যাইবে।” কয়েক মিনিট পরে তাহারা গ্রে-প্যান্থারের নিকট উপস্থিত হইলেন । দশ মিনিটের মধ্যে র্তাহার হাজার ফিট উৰ্দ্ধে উঠিয়া, যে দিক হইতে আসিয়াছিলেন সেই দিকে ফিরিয়া চলিলেন । প্রিন্স রাডিঙ্কভের বাড়ীর কিছু দুরে, প্রান্তরের যেস্থানে তাহারা পূৰ্ব্ব-রাত্রে বাস করিয়াছিলেন, সেই স্থানেই মিঃ রেক নামিয়া পড়িলেন। কয়েক মিনিট পরে কেলি তাহার নিকট উপস্থিত হইয়া বলিল, “আজ সকাল হইতে আমি সেই বাড়ীর পাহারায় ছিলাম ; কিন্তু বাড়ীতে দুই চারিট চাকর ছাড়া কোন ভদ্রলোক আছে কি না বুঝিতে পারি নাই । বাড়ী হইতে কাহাকেও বাহিরে যাইতে, বা ভিতরে প্রবেশ করিতে দেখি নাই।” মিঃ ব্লেক বলিলেন, “বেশ ভাল খবর দিয়াছ, এখন খানা পাকাও । আগে কিছু খাওয়া দরকার; তাড়াতাড়িতে ও কাজটা শেষ করিয়া আসিতে পারি নাই ।” রাক্ষসের জাত। যমালয়ে যাইবার সময়েও এক-পেট খাইয়া লইতে চায় ; -ബ് - *mm ہے..= = = = ۔اییے۔.ے۔ SMASMMAAASAASAASAAAS خصيصعيـدمعتصد-ة د - - كحاك-صصدتصد -- ككتسيمتصاص لكي يت== আর আমরা য়মের সঙ্গে লড়াই করিবার জন্তু একাদশী করি! যাহা হউক, কেলি গ্রে-প্যাম্বারের ভাণ্ডার হইতে আহারের উপকরণ সংগ্ৰহ করিয়া তাড়াতাড়ি থানার আয়োজন করিয়া ফেলিল । তিনজনে ঘাসের উপর কম্বল বিছাইয়া কাটা চামৃচে ও ছুরী চালাইতে লাগিলেন । আহারান্তে মিঃ ব্লেক কেলিকে পুনৰ্ব্বার পাহারায় পাঠাইয়া স্মিথের সহিত গল্প আরম্ভ করিলেন । বেলা প্রায় দুইটার সময় কেলি মি: ব্লেকের নিকট ফিরিয়া আসিয়া বলিল, “কৰ্ত্ত, একটা লোক কাল রঙ্গের একখান মোটরগাড়ী লইয়৷ সেই বাড়ী হইতে বাহির হইয়াছে দেখিয়া আসিয়াছি। লোকটা গাড়ী লইয়া পুৰ্ব্ব দিকে গিয়াছে ; কি মতলুবে কোথায় গিয়াছে তাহা জানিতে পারি নাই ।” মিঃ রেক তৎক্ষণাৎ উঠিয় দাড়াইয়া স্মিথকে বলিলেন, “তুমি এখনই পলমুরের মাঠে উড়িয়া যাও ; আমি ও কেলি এখানে পাহারায় থাকিলাম। আজ সকালে ।