পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बर्छ কল্প > Ror যেখানে এরোপ্লেনে নামিয়াছিলাম, ঠিক সেই স্থানেই তোমাকে নামিতে হইবে। কাউন্ট বটোভস্কি সেখানে উপস্থিত হইবামাত্র তাহাকে এরোপ্লেনে তুলিয়া-লইয়। চলিয়া আসিবে। এখানে আসিয়া আমাদিগকে দেখিতে না পাইলে, তুমি কাউণ্টকে সঙ্গে লইয়া প্রিন্স রাডিশ্নভের বাড়ীর নিকট উপস্থিত হইবে, এবং পর পর তিন বার হুইশ্ন দিবে।” স্মিথ মিঃ ব্লেকের প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করিয়া তৎক্ষণাৎ গ্রে-প্যাস্থারে উঠিয়া বসিল । দুই এক মিনিটের মধ্যেই গ্রে-প্যাস্থার তৃণপূর্ণ সমতল ক্ষেত্র হইতে বিশালকায় বিহঙ্গের স্তায় উৰ্দ্ধাকাশে উড্ডীন হইয়া ব্যানর ঘ্যানর শব্দে বায়ুভেদ করিয়া পুৰ্ব্ব দিকে অগ্রসর হইল । কয়েক মিনিট পরে মিঃ ব্লেক কেলিকে তাহার অমুসরণ করিতে ইঙ্গিত করিয়া, প্রিন্স রাডিশ্লভের বাড়ীর দিকে চলিলেন। কেলি যে স্থানে লুকাইয়া থাকিয়া সেই বাড়ীর উপর দৃষ্টি রাখিয়াছিল—তাহারা সেই স্থানে উপস্থিত হইয়া গুন্মের আড়ালে বসিয়া পড়িলেন ; অতঃপর কি ঘটে, তাহাই দেখিবার জন্ত র্তাহারা প্রতীক্ষা করিতে লাগিলেন। ক্রমে এক ঘণ্টা অতীত হইল ; কিন্তু তাহারা জনপ্রাণীকেও সেই অট্টালিকায় প্রবেশ করিতে বা অট্টালিকার বাহিরে আসিতে দেখিলেন না । অপরাহের সুলোহিত তপন-কিরণে সেই বিশাল সৌধ যেন সুপ্তিমুখ উপভোগ করিতেছিল । সেই স্বপ্রশস্ত সৌধে তখন জনসমাগমের কোন চিন্তু পরিলক্ষিত হইল না ; কিন্তু আরও আধ ঘণ্টা পরে মোটরগাড়ীর ঘসূ-বস্ শব্দ শুনিয়া মিঃ রেক সেই হৰ্ম্ম্যের সন্মুখবর্তী পথের দিকে দৃষ্টপাত করিলেন, এবং একখানি কৃষ্ণবর্ণ মোটরগাড়ীকে তরুচ্ছায়া সমাচ্ছন্ন পথ দিয়া সবেগে সেই বাড়ীর দিকে ধাবিত হইতে দেখিলেন। সেই গাড়ীতে একজন মাত্র আরোহী ছিল। বলা বাহুল্য,মোটরের আরোহী মিঃ ব্লেকের সম্পূর্ণ অপরিচিত; কিন্তু তাহার পরিচ্ছদ দেখিয়া মিঃ ক্লেক বুঝিতে পারিলেন, লোকটি পুরোহিত । মিঃ রেক মুহূৰ্ত্ত মধ্যে গুম্মান্তরালে মাথা সরাইয়া লইয়া মনে মনে বলিলেন, “বিবাহের সকল আয়োজনই গোপনে শেষ করা হইয়াছে! পাষ্ট্ৰী সাহেবকে আনিতে গাড়ী গিয়াছিল, তিনিও আসিয়া পড়িলেন ; এইবার বোধ হয় শুভকাৰ্য্য আরম্ভ হইবে। আমরাও প্রস্তুত হই!”