ষষ্ঠ কল্প >○。 সনের ভাব । পুরোহিতটি আমাদের ভট্টাচাৰ্য্য মহাশয় হইলে, এই বিভ্রাটে তি:ি মুক্তকচ্ছ হইতেন ; কিন্তু পাতলুন-পরা সাহেব-পুরোহিতের কাছ খুলিবার ভয় ছি না, তবে আতঙ্কে পাতলুন নষ্ট হইবার সুiশঙ্কা ছিল।—সকল দেশেই পুরোহিতের নিতান্ত নিরীহ জীব । - পুরোহিতটি স্বর্ণলতার ‘গডঢর চণ্ডের মত ‘ডিডি টরলে ? না বলিলে: পলায়নের জন্ত পরতার ভাঁজিতেছেন, এমন সময় কাউন্ট বটোভস্কি তীব্র দৃষ্টিতে র্তাহার ব্যাকুল মুখের দিকে চাহিয়া দৃঢ়স্বরে বলিলেন “হা, পুরোহিত মহাশয় আমি রামালিয়া রাজ্যের পক্ষ হইতে এই কুটরাজনীতিক-অভিসন্ধিপূর্ণ গুপ্ত বিবাহে যে বাধা দান করিতেছি, তাহা সম্পূর্ণ সঙ্গত। এই বালিকা রামালিয় রাজ্যের রাজকণ্ঠা, আমি রামালিয়া রাজ্যের শাসন পরিষদের অধ্যক্ষ, প্রজা সাধারণেরও প্রতিনিধি ; সুতরাং রাজকন্যার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে আমার অসম্মতিতে এই বিবাহ হইতে পারে না, এবং এই বিবাহের অনুষ্ঠান আ;ি বন্ধ করিয়া দিলাম। আপনি আপনার পুথি বগলে করিয়া নিজের পথ দেখুন।” অনন্তর তিনি গ্রিন্স বার্কোকে সম্বোধন করিয়া বলিলেন, “প্রিন্স বার্কে, তুমি অবিলম্বে এই কক্ষ ত্যাগ কর । গ্রিন্স রাডিঙ্গভের সঠিত আমার কয়েকটি গোপনীয় কথা আছে, তোমার সাক্ষাতে তাহ তাঙ্গকে বলিবার ইচ্ছা নাই ।” গ্রিন্স বার্কে কাউণ্ট বটোভস্কির কথা শুনিয়া ক্রোধে অপমানে হুঙ্কার দিয়া সদৰ্পে মাথা তুলিয়া দাড়াইল ; সে রাজপুত্র, আর একজন রাজকৰ্ম্মচারী—সে যতই উচ্চপদস্থ হউক, তাহাকে সেই কক্ষ ত্যাগ করিতে বলে ? সে কাউণ্ট বটোভস্কির আদেশ অগ্রাহ করিতে উদ্যত হইল ; কিন্তু তাহার রুব্বি রাডিশ্লভ চাচারে ইঙ্গিতে সে নতমস্তকে লগুড়াঙ্গত কুকুরের মত সেই কক্ষ পরিত্যাগ করিল। পূৰ্ব্বোক্ত কৃশ বরকত্তাটিও তাহার অনুসরণ করিল। অতঃপর কাউণ্ট বটোভস্কি সেই কক্ষের দ্বার রুদ্ধ করিয়া রাজকুমারী নাতালীর পরিচারিকাকে ডাকিয়া পাঠাইলেন। স্মিথের চেষ্টা যত্নে নাতালীর মৃচ্ছৰ্গভঙ্গ হইয়াছিল ; সে গালিচার উপর বসিয়া নীরবে অশ্রুবর্ষণ করিতেছিল। কাউন্ট ধীরে ধীরে তাহার পাশে গিয়া তাহার মাথায় হাত দিলেন, এবং সস্নেহে বলিলেন,
পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।