ষষ্ঠ কল্প SLL. আরও দুই তিনজন লোক মান মুখে বিষন্ন মনে সেই গাড়ীতে উঠিয়া বসিলেন। মোটর-চালক র্তাহাদিগকে লইয়া রামালিয়া-ভবন পরিত্যাগ করিল। তাহার পর আর কোন দিন তঁহাদিগকে সেখানে দেখিতে পাওয়া যায় নাই । কাউণ্ট বটোভস্কির চেষ্টায় রামালিয়া রাজ্যে প্রিন্স রাডিশ্নভের দল পরাভূত হওয়ায় স্বদেশে স্বদেশদ্রোহী রাডিশ্লভের প্রাধান্ত স্থাপনের সকল আশা বিলুপ্ত হইয়াছিল। সুতরাং জাৰ্ম্মানী রামালিয়ায় আত্ম-প্রতিষ্ঠাস্থাপনের জন্ত যে ষড়যন্ত্রে প্রবৃত্ত হইয়াছিল, তাহাও সফল করিবার সুযোগ লাভ করিতে পারিল না । প্রিন্স বার্কোর সকল আশা নিৰ্ম্মল श्ल । -- সেই দিন সায়ংকালে কাউন্ট বটোভস্কির সহিত মিঃ ব্লেকের পুনৰ্ব্বার সাক্ষাৎ হইয়াছিল; সেই সময় স্মিথও রাজকুমারী নাতালীর অনুরোধে তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিল। সেখানে তাহদের মধ্যে কোন প্রসঙ্গের আলোচনা হইয়াছিল, নতালী বা স্মিথ কাহারও নিকট তাহ প্রকাশ করে নাই, সুতরাং আমরাও তাহ জানিতে পারি নাই ; তবে স্মিথ নাতালীর নিকট বিদায় লইছ?" "" কি একটা জিনিস তাড়াতাড়ি পকেটে পুরিয়াছিল—তাহ ;ি .< পাইয়াছিলেন, এবং তাহার চোখ মুখ দেখিয়া তিনি বুঝিতে "প রী সুহৃদ তাহার মনের আনন্দ গোপন করা তখন তাহার অসাধ্য ইয়াছিত o जङ्गै স্মিথ সেই প্রাসাদের বারান্দায় আসিয়া তাহার মোটরসাইছি। বন্দিনীপাইল ; সে পরীক্ষা করিয়া বুঝিতে পারিল, সেই অল্প সমসে মৃতন অক্ষরে, ভাঙ্গ সাইক্ল সম্পূর্ণ নূতন হইয়া গিয়াছে ! ত্র “রহস্য-লহরী মিঃ ব্লেক ও স্মিথকে সেই রাত্রে নাতালী ও কাউণ্ট বটোভস্কির sঅপ্রকাশিত করিতে হইল। পরদিন প্রভাতে কাউন্ট বাটাভস্কি রাজকুমাৰী নাতালীকেউপগল রামালিয়া রাজ্যে প্রস্থান করিলেন। মিঃ ব্লেক ও স্মিথ ও কেলিকে গল্প লইয়া গ্রে-প্যান্থারে লওনে প্রত্যাগমন করিলেন। - যদি কয়েক দিন পরে মিঃ ব্লেক তাহার উপবেশন-কক্ষে বসিয়া একখানি পত্র লিখিতেছিলেন ; স্মিথ কিছু দূরে বসিয়া সংবাদপত্র পাঠ করিতেছিল। কিন্তু গহীকে আর কখনও সংবাদ-পত্রে সেরূপ গভীর ভাবে মনঃসংযোগ করিতে দেখা
পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।