পরম পূজ্যপাদ শ্ৰীযুক্ত রাজা প্রমথনাথ মালিয়৷ মহোদয় শ্ৰীচরণকমলেষু মহাত্মন, একদিন সায়ংকালে হাবড়ার প্রাসাদের বিড়াতালোকিত প্রশস্ত সুশীতল অলিন্দে বসিয়া প্রসঙ্গক্রমে বয়স খতাইয়া দেখা গেল---আমরা সমবয়স্ক ; কিন্তু জ্ঞানে আপনি আমার গুরু, চরিত্রবলে আদর্শ স্থানীয়, মেন্তে উদারহৃদয় অকৃত্রিম সুহৃদ, এবং আমার কল্যাণ-সাধনে চিরকরুণাময় দেবতা-তুল্য। আপনি ত জানেন স্বতস্তরোপিত ও সযত্নবদ্ধিত বৃক্ষের প্রথম ফল আমরা দেবচরণেই অৰ্পণ করি। নব-প্রতিষ্ঠিত “রহস্য-লহরী-প্রেসের প্রকাশিত সৰ্ব্ব প্রথম গ্রন্থ- “বন্দিনী রাজনন্দিনী’ আপনারই শ্ৰীচরণে সমর্পণ করিলাম। আমার এই গঙ্গাজলে গঙ্গা পূজায় আপনি প্রীতিলাভ করিলে আমার পূজা সার্থক হইবে। ভক্তিই নিঃসম্বল পূজারীর একমাত্র পূজোপচার। আশা করি পিতৃহীন, বিপন্ন বন্দিনী রাজনন্দিনী আপনার স্নেহ ও সঙ্গনুভূতি লাভের অযোগ্য। বিবেচিত হইবে না। চিরামুগত সেবক ঐদীনেন্দ্রকুমার রায়।
পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।