> ૨ বন্দিনী রাজনন্দিনী সেইখানে আশ্রয় লইয়াছিলাম । আমার কাছে যে টাক। ছিল, তাহাতে রাত্রি কালে-ভোজনের ও আশ্রয় গ্রহণের ব্যয় নিৰ্ব্বাঙ্গ চহ ছিল ; আজ সকালের খান গাইতেই আমি নিঃসস্বল হইয়াছি । আজ কোথাও গধ। কিছু যে কিনিয়া খাইব সে नश्नfड नाशें ।" ‘স্মথ বলিল, “এইরূপ নিঃসম্বল অবস্থায় আপনি বাইবেন কোথায় ? আপনি কি স্থির করিয়াছেন বলুন ত । আপনার এই বয়সে একাকিনী নিরাশ্রয় ভাবে নৃবিয় বেড়াইলে কিয়প বিপদের আশঙ্কা আছে --তাঙ্গ কি আপনি বুঝিতে খারিতেছেন না ?” যুবতী মানসূপে বলিল, “বৃঝিদাছি ; কিন্তু বুঝয় ও কোন উপায় স্থির করিতে পারি নাই । আর কখন বাড়ী ফিরিব না বলিয়া পথে বাহির হইয়াছি ; তবে সদি তাহারা আমার সন্ধান পাইয় জোর করিয়া লইয়া যায় ত সে স্বতন্ত্র কথা । আমি কোন নগরে গিয়া পরিশ্রম দ্বারা উদরান্নের সংস্থান করিব । যতদিন সেই সুযোগ না পাই—অনাহারে থাকিব ।” স্মিথ মাথা নাড়িয়া বলিল, “অসম্ভব। ঘত দিন কোথাও কাজকৰ্ম্ম না জুটিবে, তত দিন অনাহারে থাকিবেন—একথা পাগলের মুখেই শোভা পায় ! কয়দিন মানুষ অনাহারে থাকিতে পারে ? ক্ষুধার জালায় মানুষ ভিক্ষ করে, চুরী করে, কুপথগামী হয় । অভাবে নরনারীর কিরূপ অধঃপতন হয়, তাহা আপনার ধারণ করিবার শক্ত থাকিলে আপনি ঐ সঙ্কল্প ত্যাগ করিতেন। এ বিষয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। সংসার বড়ই কঠিন স্থান। আপনি গৃহত্যাগ করিবার পর আপনার পিতা মাতা নিশ্চয়ই আপনার মনের কষ্ট ও গৃহত্যাগের কারণ বুঝতে পারিয়াছেন ; সুতরাং এখন আপনি গুহে ফিরিলে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে পরিচালিত করিবার সঙ্কল্প পরিত্যাগ করাই তাহার কৰ্ত্তব্য মনে করিবেন । আপনার স্বাধীন ইচ্ছায় আর তাঙ্গর বাধা দিবেন না। এ অবস্থায় আপনি বাড়ী ফিরিতে আর আপত্তি করিবেন না। আপনার বাড়ী কোথায় বলুন, আপনাকে সেইখানে বাথিয়া আসিব । তাছাতে আমার কষ্ট বা অসুবিধা হইবে না।”
পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।