পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম কল্প X (t রিচয় জানতে পারিলেন ; এখনও কি আপনার বিপদের কথা অসঙ্কোচে আমার কট প্রকাশ করিবেন না ? আপনি কি ভাবে বিপন্ন হইয়াছেন, কি কারণে হত্যাগ করিয়া অরণ্যে প্রান্তরে ভ্রমণ করিতেছেন—তাঙ্গা জানিতে পারিলে এখন আপনার কি করা উচিত, তাহ স্থির করিতে পারিব । যদি মি: ব্লেকের সাহায্য tহণের প্রয়োজন হয়—তবে তাহাকে টেলিগ্রাম করিলে তিনি আপনাকে যথাশক্তি iাহায্য করিবেন, এ বিষয়ে ও আমি নিঃসন্দেই -—সকল কথাই তাপনকে লিলাম ; এখন আপনার মনের কথা খুলিয়া বলুন ।” যুবতী হঠাৎ কোন কথা না বলিয়া, পশ্চিমাকাশে অস্তমান তপনের দিকে দৃষ্ট ifত করিল ; সে তাহার মনের কথা কি ভাবে প্রকাশ করিবে—তাহাই বোধ হয় গবিতে লাগিল। স্মিথ তাহার মনের ভাব বুঝিতে পরিয়া রূদ্ধশ্বাসে তাঙ্গর উত্তরের প্রতীক্ষা করিতে লাগিল। সে বুঝিল—যুবতী তাহার কথা বিশ্বাস শরিয়াছে । - কয়েক মিনিট পরে যুবতী স্মিথের মুখের দিকে স্থির দৃষ্টিতে চাহিয়া ধীরে ধীরে লিল, “বুঝয়াছি আপনার সকল কথাই সত্য। আমি যে কি বিপদে পড়িয়াছি —না শুনিলে আপনি তাহা ধারণা করিতে পরিবেন না। যদি এদেশে আমার কান হিতৈষী বন্ধু থাকিত, তাহা হইলে আমি তাঙ্গর আশ্রয় গ্রহণ করিতাম ; কন্তু ইংলণ্ডে যাহাদের সহিত আমার পরিচয় আছে—তাহদের শরণাগত হইবাiাত্র তাহারা আমাকে কোথায় পাঠাইবে জানেন ? বিপদের আশঙ্কায় আমি যস্থান হইতে পলায়ন করিয়াছি, পুনৰ্ব্বার আমাকে সেইস্থানেই পঠাইয়া দিবে। মাপনাকে সকল-কথা বলিতেছি গুমুন — “আমি শিক্ষালাভের জন্ত ইংলণ্ডে আসিয়াছি বটে, কিন্তু আমি ইংরাজ-কন্ত। হি। আমি—আমি সুদূর রামালিয়া রাজ্যের রাজকন্ত ! আমার নাম রাজকুমারী নাতালী ।” m স্মিথ বিস্ময় দমন করিয়া বলিল, “তবে সেদিন লণ্ডনে যাহাকে দেখিয়াছিলাম— আপনিই তিনি ?” নাতালী-মৃদ্ধ হাসিয়া বলিল, “আপনি আজ যখন আমার সম্মুখে উপস্থিত ইয়া