পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nbo to বন্দিনী রাজনন্দিনী প্রিন্স রাডিগ্নভ ও তাহার দলের লোক তাহদের সহিত রফা করিতে বাধ্য হইলেন । , উভয় দলের সন্মতিক্রমে স্থির হইল—আমার পিতৃব্যপুত্ৰ বার্কে সিংহাসনে প্রতিষ্ঠিত হইবে, এবং তাহার সহিত আমার বিবাহ দিয়া আমাকে রাণী করা হইবে ! “বার্কোকে আমি জীবনে একবার মাত্র দেখিয়াছি। যদি আমি আবাল্য রামালিয়া রাজ্যে প্রতিপালিত হইতাম, যদি বাল্যকাল হইতে আমাকে ইংলণ্ডে । রাখিয়া শিক্ষাদানের ব্যবস্থা করা না হইত, যদি ইংরাজ জাতির রুচি, প্রবৃত্তি, স্বাধীন চিস্তার ধারা আমার হৃদয়ে প্রভাব-বিস্তার না করিত, তাহা হইলে আমার ছোট কাকা প্রিন্স রাডিশ্নভ ও তাহার দলের লোক যে ভাবে আমার ভাগ্য নিয়ন্ত্রিত করিতেন—তাহাই হয় ত মাথা পাতিয়া লইতাম ; কিন্তু এদেশে আমার শিক্ষা দীক্ষা অন্তরূপ হইয়াছে । প্রিন্স বার্কোর প্রতি আমার শ্রদ্ধা নাই ; বিশেষত:, আমার পিতৃ-সিংহাসনের স্তায্য দাবী অগ্রাহ হইবে, আর বার্কেকে বিবাহ করিয়া আমাকে রাণীগিরির সখ মিটাইতে হইবে, এরূপ অপমানজনক প্রস্তাবে আমি সম্মত নহি । আমি এ জীবনে বার্কোকে বিবাহ করিব না। আমার ছোট কণকা প্রিন্স রাডিশ্নভকে বলিয়াছি আমি বার্কেকে বিবাহ করিতে পারিব না। তাহাকে আরও জানাইয়াছি তাহারা আমাকে ইংলণ্ডে শান্তিতে বাস করিতে দিলে আমি আমার পিতৃসিংহাসনের দাবী ত্যাগ করিতে প্রস্তুত আছি। তাহারা অনায়াসে প্রিন্স বার্কোকে রামালিয়ার রাজা করিতে পারেন, আমার তাহাতে আপত্তি নাই। : কিন্তু প্রিন্স রাডিঙ্গভ বলিয়াছেন—রাজ্যের শান্তিরক্ষার জন্ত আমি বার্কোকে বিবাহ করিতে বাধ্য। আমার অনিচ্ছাসত্তেও তিনি আমাকে বার্কের হস্তে সমর্পণ করিতে কৃতসঙ্কল্প হইয়াছেন। আমি তাহার সঙ্কল্প ব্যর্থ করিবার জন্ত লণ্ডন হইতে কয়েক বার পলায়নের চেষ্টা করিয়াছিলাম, কিন্তু কৃতকাৰ্য্য হইতে পারি নাই। আমার মনের ভাব বুঝিতে পারিয়া তিনি আমাকে কড়া পাহারায় রাখিয়াছিলেন। “কুইদিন পূৰ্ব্বে যখন আপনি আমাকে লণ্ডনে দেখিয়াছিলেন, সেই সময় প্রিন্স রাডিশ্লভ প্রিন্স বার্কোর সহিত দেখা করাইবার জন্ত আমাকে ভিনিসিয়া হোটেলে লইয়। যাইতেছিলেন। প্রিন্স বার্কে কয়েক দিন পূৰ্ব্বে লওনে আসিয়া ভিনিসিয়া হোটেলে বাস করিত্বেছিল। বার্কোকে বিবাহ করিতে আমি পূৰ্ব্বেই অসম্মত