૨8 বন্দিনী রাজনন্দিনী ধারণা সত্য নহে। আপনাকে কি কৌশলে কোন নিরাপদ স্থানে লইয়া গিয়া লুকাইয়া রাখিতে পারি—তাহাই চিন্তা করিতেছিলাম। আমার মাথায় একটা ফীর উদয় হইয়াছে। আপনার কথা শুনিয়া বুঝিয়াছি-আপনি কোন নিরাপদ স্থানে লুকাইয়া থাকিয়া, রামালিয়। রাজ্যের অধ্যক্ষ সভার সভাপতি কাউণ্ট বটোভস্কিকে আপনার বিপদের সংবাদ জানাইবেন, ইঙ্গই আপনার ইচ্ছা ; কেমন সত্য কি না ?” নাতলী বলিল, “হা, এইরূপই ইচ্ছা আছে বটে ; কিন্তু এই ইচ্ছা কার্য্যে পরিণত করিবার সুযোগ পাইব কি না জানি না।” - স্মিথ বলিল, “ভবিষ্যতের গর্ভে কি আছে—তাঙ্গ পূৰ্ব্বে অনুমান করা অসম্ভব ; তবে আপনার ইচ্ছা কার্য্যে পরিণত করিতে হইলে দুই তিন সপ্তাহ আপনাকে লুকাইয়া থাকিতে হুইবে ; কারণ আপনার নিকট হইতে সংবাদ পাইয়া কাউণ্ট বটোডঙ্কি আপনার রক্ষার সুব্যবস্থা করিতে পারিলেও তাঙ্গ সময়সাপেক্ষ । কিন্তু আমার বিশ্বাস, এই দুই তিন সপ্তাহ আমি আপনাকে লুকাইয়া রাখিবার ব্যবস্থা করিতে পারিব । রাজকুমারী, আপনি যদি—” নাতলী বাধা দিয়া বলিল, “আপনি এখন আমাকে রাজকুমারী বলিয়া সম্বোধন করিবেন না, ঐ সম্বোধন এখন বিদ্রুপের মত গুনায় । আপনি আমাকে নাতালী বলিয়া ডাকিবেন।” স্মিথ গসিয়া বলিল, “বেশ, তাহাই হইবে । এখন আমার ফন্দীটী শুকুন। আপনার সাহায্যের জন্ত যে ফন্দী আমার মাথায় আসিয়াছে—তাহতেই যে কাৰ্য্যসিদ্ধি হইবে—একথা বলিতে পারি না ; তবে আপাততঃ কয়েক দিন আপনি নিরাপদ হইতে পরিবেন। এই স্থান হইতে কয়েক মাইল দূরে পলমুর নামক পল্লীতে একটি হোটেল আছে ; আমার ইচ্ছা, আপনাকে সেই হোটেলে লইয় যাইব এবং আমার ভগিনী বলিয়া আপনার পরিচয় দিব। “পলমুরে উপস্থিত হইয়া আজ রাত্রেই মিঃ ব্লেকের নিকট টেলিগ্রাম পাঠাইবার সুযোগ হইবে কি না সন্দেহ ; কাল সকালে লণ্ডনে র্তাগর নিকট টেলিগ্রাম পাঠাইব, এবং তাঙ্গকে এখানে আসিতেও অনুরোধ করিব। আমার বিশ্বাস,
পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।