পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२b” বন্দিনী রাজনন্দিনী কুঠুরী খালি রাখিয়াছি। বেশ ভাল কুঠুরীটিই আপনার বাসের জন্ত সাজাইয়া রাখা হইয়াছে ; আশা করি তাঙ্ক দেখিয় আপনি সুগী হইবেন।” স্মিথ বলিল, “ধন্যবাদ, তোমার কথা শুনিয়াই পুসী হইলাম। তোমাকে টেলিগ্রাম করিবার পর আমার মনে হইতেছিল, দুইটি কুঠুরীর জন্ত লিখিলেই ভাল করিতাম ; এতদ্ভিন্ন আমার একটি বসিবার ঘরেরও প্রয়োজন হইবে। জানি না তাহা তুমি আমাকে ভাড়া দেওয়ার ব্যবস্থা করিতে পরিবে কি না। যখন তোমাকে টেলিগ্রাম করিয়াছিলাম--তপন জানিতাম না যে, আমার ভগিনী আমার সঙ্গে এখানে বেড়াইতে অসিতে চাঙ্গিলে ; কিন্তু সে আমার সঙ্গে আসিবার জন্ত জিদ করায় তাহাকে লইয়া আসিয়াছি। তাহার জন্ত স্বতন্ত্র একটা কুঠুরী ও আমাদের বসিবার উপযুক্ত একখানি ঘর ছাড়িয়া দিতে পরিবে কি ?” হোটেলওয়ালী বলিল, “আপনার ভগিনী হঠাৎ আপনার সঙ্গে আসিয়া পড়িয়াছেন, সেজন্ত আপনাকে কোন অসুবিধা ভোগ করিতে হইবে না ; বাসের জন্ত দুইটি ভাল কুঠুরীই আপনার পাইবেন, তবে বসিবার ঘরখানির ব্যবস্থা করিতে একটু সময় লাগিবে। ঘরের অভাব না থাকিলেও, আপনাদের বসিবার ঘরখানি যথাযোগ্য ‘আসবাব-পত্ৰ দিয়া সাজাইতে হইবে কি না, এখনই হঠাৎ ত তাহার সুবিধা হইবে না।” স্মিথ বলিল, “বসিবার ঘর আজ না পাইলেও কোন ক্ষতি হইবে না ; কাল সব ঠিক-ঠাক করিয়া দিও। আর এক কথা—আমার একখানি জরুরি টেলিগ্রাম পাঠাইতে হইবে ; আজ রাত্রে এখানকার টেলিগ্রাফ আফিসে গিয়া তাহা পাঠাইতে পারিব কি ?” ভোটেলওয়ালী সেই কক্ষের দেওয়াল-সংলগ্ন ঘড়ীর দিকে চাহিয়া বলিল,“এখন ত টেলিগ্রাফ অফিস বন্ধ কষ্টয়া গিয়াছে। আজ রাত্রে আপনার টেলিগ্রাম পাঠাইবার উপায় নাই ; কাল সকালে টেলিগ্রাফ আফিস খুলিলে আপনি টেলিগ্রাম করিবেন।” স্মিথ অফুট স্বরে বলিল, “অগত্য সেইরূপই করিতে হইবে। আমার ভূর্কনী এখনও গাড়ীতে বসিয়া আছে ; তাহণকে এখানে লইয়া আসি । এখানে তাহার থাকিবার অসুবিধা হইবে না শুনিলে সে নিশ্চয়ই খুলী হইবে।”