প্রথম কল্প ২৯ স্মিথ তাহার ভগিনীকে আনিবার জন্ত গেটেলের ব্যক্তিয়ে গেল। গেটেল। ওয়ালী বুঝিল—নবাগত অতিথি সন্ধান্ত ব্যক্তি ; সে অতিথির ভগিনীর অভ্যর্থনার জন্ত হাসিমুগে হোটেলের ব্যক্তিরের দ্বার-প্রান্তে আসন্ন ঠাড়াইল। স্মিথ তাঙ্গর ‘ভগিনীকে গাড়ী হইতে নামাইয়া লইয়া হোটেলের দিকে আসিতে আসিতে নিম্ন স্বরে বলিল, “আপনি এখন আমার ভগিনী, একথা মুহূর্বের জন্য ভূলিবেন না রাজকুমারি । আপনার বাসের জন্ত স্বতন্ত্র একটি কুঠুরী পাওয়া গিয়াছে, আমার একটা ব্যাগ সেই কুঠুরীতে পাঠাইয়া দিব ; তাঙ্গর ভিতর আপনার ব্যবহারযোগ্য কোন কোন জিনিস দেখিতে পাইবেন। ভগিনী ভাইয়ের জিনিস যেমন অসঙ্কোচে ব্যবহার করে, আপনিও সেগুলি সেইভাবে ব্যবহার করিবেন। কাল এখানকার বাজারে গিয়া, আপনার জন্ত দুই স্কট পোষাক ও আর যাঙ্গ যাঙ্গ প্রয়োজন, কিনিয়া আনিব। পূৰ্ব্বেই বলিয়াছি আমার কাছে যথেষ্ট টাকা আছে, আপনাকে কোন অসুবিধা ভোগ করিতে হইবে না। ভাই কাছে থাকিতে ভগিনী অসুবিধায় পড়িবে ?—অসম্ভব ।” 源 নতালী হাসিন্ন বলিল, “ধন্যবাদ । আপনি আমার অসুবিধা দূর করিবার জন্ত যথাসাধ্য চেষ্টা করিতেছেন ; আমার নিজের ভাই থাকিলে সে ইহার অধিক আর কি করিতে পারিত ? এখন যদি শেষ রক্ষা করিতে পারেন—তবেষ্ট আপনার সকল শ্রম সফল হইবে।” স্মিথ বলিল, “পরমেশ্বরের করুণাই আমাদের একমাত্র সম্বল।”—সে নাতালীকে সঙ্গে লইয়া হোটেলের দ্বারে আসিয়া হোটেলওয়ালীর সাক্ষাৎ পাইল । হোটেলওয়ালী নাতালীকে অভিবাদন করিয়া তাহার ঘরে লইয়! চলিল ; স্মিথ মোটরবাইকের নিকট ফিরিয়া আসিল, এবং তাঙ্গ হোটেলের আস্তাবলে লইয়া গিয়৷ আস্তাবলের ভূত্যের (stable boy ) জিম্বা করিয়া দিল । স্মিথের আদেশে সেই ভৃত্যই তাহার ব্যাগ ও অন্তান্ত লগেজ’ গাড়া হইতে তুলিয়া লইয়া চলিল। অনন্তর স্মিথ হোটেলের সদর দরজা দিয়া বৈঠকখানার প্রবেশ করিল। 米 晕星 ★ " -: স্মিথ ও নাতালী হোটেলে আসিয়া স্ব স্ব কক্ষে বিশ্রাম করিবার তিন ঘণ্টা পরে
পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।