প্রথম কল্প vවL সন্ধি হইয়াছিল ; তদনুসারে বার্কোর পিতার মৃত্যুর পর রাজকুমারী নাতালী রামালিয়ার রাজসিংহাসনের অধিকারিণী। সন্ধির সেই সৰ্ত্তাকুসারে এখন নাতালীর দাবী অগ্রাহ হইবার কোন কারণ ছিল না ; কিন্তু জাৰ্ম্মানরাজধানীর কূটপন্থী রাজনীতিকগণের ইঙ্গিতে ও জাৰ্ম্মান গবর্মেন্টের উচ্চপদস্থ কৰ্ম্মচারীগণের পরামর্শে প্রিন্স বার্কে রামালিয়া রাজ্যের রাজসিংহাসন অধিকার করিতে কৃতসঙ্কল্প হইয়াছিল। দূরদর্শী রাজনীতিজ্ঞ জাৰ্ম্মান-সম্রাট কৈসারও বুঝিয়াছিলেন, প্রিন্স বার্কে রামালিয়ার সিংহাসন লাভ করিলে রামালিয়া রাজ্যে জাৰ্ম্মানীর প্রভাব বদ্ধমূল হইবে, ক্রমে রামালিয়া জাৰ্ম্মানীর আশ্রিত রাজ্যেই পরিণত হইবে ; কিন্তু রাজকুমারী নাতালী আবাল্য ইংলণ্ডে প্রতিপালিত ও শিক্ষিত হওয়ায়, তাহার চরিত্রে ইংরাজের চরিত্রগত বিশেষত্ব বিকাশ লাভ করিয়াছিল ; ইংলণ্ডেরই সে পক্ষপাতিনী হইয়াছিল। সুতরাং সে রামালিয়ার রাজ-সিংহাসন লাভ করিলে রামালিয়ায় জাৰ্ম্মান-প্রভাববিস্তারের পথ, রুদ্ধ হইবে, এবং সেখানে ইংরাজের প্রতিষ্ঠা স্থায়িত্ব লাভ করিবে। কিন্তু রামালিয়। সিংহাসনে রাজকুমারী নাতালীর দাবী উপেক্ষা করা অসম্ভব ; এইজন্ত জাৰ্ম্মার রাজনীতিকগণ প্রিন্স বার্কোর পিতার পৃষ্ঠপোষকগণকে নাতালীর পিতার দলভুল নায়কগণের বিরুদ্ধে উত্তেজিত, করিতে লাগিলেন। বার্কোর দলভুক্ত লোকেরা তাহাকেই সিংহাসনে প্রতিষ্ঠিত করিবার জন্ত যথাসাধ্য চেষ্টা করিতে লাগিল। নাতালী তখন ইংলণ্ডে ; তথাপি তাহার যে সকল সুহৃদ রামালিয়ায় তাঙ্গর পক্ষ সমর্থন করিতেছিলেন, তাহদের চেষ্টা ব্যর্থ করা সহজ নহে বুঝিয়, তাহাদিগকে বশীভুত করিবার জন্ত জাৰ্ম্মান গবর্মেন্ট প্রচুর অর্থব্যয়ে কৃতসঙ্কল্প হইল। জাৰ্ম্মান- । রাজধানী বালিন হইতে নিক্ষিপ্ত ‘সোনার পয়জার ব্যর্থ হইবার নহে । স্মিথ নাতালীর কথা শুনিয়া স্পষ্ট বুঝিতে পারিল—নাতালীর পৃষ্ঠপোষক ও হিতৈষীদলের মোড়ল প্রিন্স রাডিশ্লভ জাৰ্ম্মানীর অর্থে আত্মবিক্রয় করিয়া প্রিন্স বার্কোর সহিত রাজকুমারী নাতালীর বিবাহের প্রস্তাবে সম্মতিজ্ঞাপন করিয়াছিলেন। প্রিন্স বার্কোর সহিত নাতালীর বিবাহ হইলে জাৰ্ম্মান-সম্রাটের আশা সহজেই পূর্ণ হইবে, ইহাও স্মিথ বুঝিতে পারিল। প্রিন্স বার্কে সিংহাসন লাভ করিয়া জাৰ্ম্মানীর ইঙ্গিতে
পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।