পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় কম্প বিনামেঘে বজ্রাঘাত পরদিন প্রভাতে, রাজকুমারীর নিদ্রাভঙ্গের পূৰ্ব্বেই, স্মিথ মিঃ ব্লেকের নিকট টেলিগ্রাম পাঠাইবার জন্ত টেলিগ্রাফ অফিসের সন্ধানে চলিল। রাত্রে দীর্ঘকাল চিন্তার পর সে স্থির করিয়াছিল—মিঃ ব্লেকের সহায়তা ব্যতীত রাজকুমারী নাতালীকে রক্ষা করা তাঙ্গর অসাধ্য, সুতরাং তাঙ্গকে সেখানে আসিবার জন্ত অনুরোধ করিবে —প্রভাতেও তাহার সেই সঙ্কল্প পরিবর্তিত হইল না । o স্মিথ যখন স্থানীয় ডাকঘরে উপস্থিত হইল, তখন বেলা ত্যাটটা । সে ডাকঘরের বারান্দায় উঠিয়াছে—সেই সময় একখানি কৃষ্ণবর্ণ প্রকাণ্ড মোটর-কার পথের ধূলা উড়াইয়া সবেগে হোটেলের দিকে চলিয়া গেল। স্মিথ পথের দিকে মুখ ফিরাইয়া শকটের আরোহীগণকে দেখিবর পূৰ্ব্বেই শকটখানি অদৃপ্ত হইল। এই শকটের আরোহীরা যে নাতালীর সন্ধানে তাঙ্গদেরই হোটেলে যাইতেছে, এরাপ সন্দেহ স্মিথের মনে স্থান পাইল না। সে টেলিগ্রাফ অফিসের জানালার কাছে গিয়া টেলিগ্রামের দুইখানি ফরম’ টানিয়া লইল, এবং ফাউণ্টেন-পেনের সাহায্যে দুইখানি ফরমই পূরণ করিল। একখানি সে মিঃ ব্লেকের নামে তাঙ্গর লওনের ঠিকানায় পাঠাইল, অন্তখানি তাহার হেণ্ডনের ঠিকানায় পাঠাইল ; কারণ মিঃ ব্লেক সেইদিন লগুনে ছিলেন, কি হেণ্ডনে গমন করিয়াছিলেন—তাহা তাহার জানা ছিল না । কয়েক দিনের ছুটী লইয়া স্মিথের লণ্ডন ত্যাগের পূৰ্ব্বে মিঃ রেক তাহাকে বলিয়ছিলেন, দুই তিন দিন পরে তেগুনের এরোপ্লেনের আড্ডায় বহু এরোপ্লেনের সমাগম হইবে, এবং দৌড়-বাজিতে জয়লাভের জন্ত বহু শক্তিসম্পন্ন ও বেগবান এরোপ্লেন গগনমার্গে ধাবিত হইবে। তিনি ‘এরোপ্লেন-দৌড় দেখিবার জন্ত তাহার ‘মনোপ্লেন” (monoplane) săi ces(Ră efştia tră ( flying-ground at Hendon ) যাত্রা করিবেন । মিঃ ব্লেক লণ্ডনে না থাকিলে, লওনে প্রেরিত