পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় কল্প రిని ভিতর হইতে রুদ্ধ করিয়া উত্তেজিত স্বরে বলিল, “তুমি বাজে কথা বন্ধ করিয়া, বেশ স্বস্থির হইয়া প্রথম হইতে শেষ পর্য্যন্ত সকল কথা খুলিয়া বল –তুমি যে অত্যন্ত ভয়ানক কথা বলিতেছ!” হোটেলওয়ালী ঢোক গিলিয়া বলিল, “আমি ত প্রথম হইতেই বলিতেছি—এ অতি ভয়ঙ্কর কাও ! ব্যাপার দেখিয়া আমার হাত পা পেটের ভিতর ঢুকিয়াছে! গলা শুকাইয়া যাওয়ায় আমি তিন গ্ন্যাস জল খাইয়াছি, শুকিবার শিশিটা পাচ বার নাকের কাছে ধরিয়াছি—তবে ত স্থির ভাবে দাড়াইয়া আপনার সঙ্গে কথা কহিতে পারিতেছি । আমার পিসের মেসে মশায়ের চাচা লড়াইয়ে গোরা ছিলেন, এক বার লড়াই করিতে গিয়া তিনি—” স্মিথ রাগিয়া আগুন হইয়া বলিল, “চুলোয় যাক তোমার চাচার মেসে আর তার পিসে —-কি কি ঘটিয়াছিল—আগাগোড়া সব খুলিয়া বলিবে ?” হোটেলওয়ালী বলিল,"তাই ত বলিতেছি; কিন্তু আপনার শুনিতে ভুল হইয়াছে, আমার চাচার মেসোর পিসে নয়, পিসের মেসো—র্তারই চাচা;তাসে কথা না হয় পরে শুনিবেন, সেই ডাকাতটার কথাই আগে বলি।—আপনি ত টেলিগ্রাম পাঠাইতে ডাকঘরে চলিয়া গেলেন ; আপনার ভগিনী তখনও তাহার কুঠুরী হইতে বাহিরে আসেন নাই । চা খাইবার সময় হইয়াছে দেখিয়া তাহাকে ডাকিয়া আনিবার জন্ত আমার চাকরাণী সারাকে তাহার কাছে পঠাইয়াছি, এমন সময় কালে রঙ্গের একখান প্রকাও মোটর-কার আমার দরজায় আসিয়া হাজির ৷ ভাবিলাম, সকালেই কোন বড় লোক খদের আসিয়াছে, ভালই হইল। সেই সময় আপনার ভগিনী তাহার ঘর হইতে বাহির হইয়া সিড়ি দিয়া নামিয়া আসিতেছিলেন । “মোটরখানি আমার দরজায় থামিল দেখিয়া, আমি দরজার সম্মুখে গিয়া দাড়াইলাম। তৎক্ষণাৎ পাকা দাড়ীওয়ালা একটা লম্ব জোয়ান মিন্‌সে সেই মোটরগাড়ী হইতে নীচে লাফাইয়া পড়িয়া, রাগে গরগর করিতে করিতে আমার সম্মুখে আসিল । আমি তাহাকে কোন কথা জিজ্ঞাসা করিবার আগেই সে এক ধাক্কায় আমাকে তিন হাত দূরে ঠেলিয়া ফেলিয়া, এক লাফে সিড়ির কাছে গিয়া তালগাছ! আপনার ভগিনীকে সিড়ির উপর দেখিয়া সে র্তাহাকে ‘পাতানী’ না "নাতানী কি