পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ هلو، ] হইতে প্রেসের মালিকগণের ও একখানি বৃহৎ মাসিক পত্রিকা প্রকাশিত হয় ; এতদ্ভিন্ন অনেক পুস্তক এবং সাম্প্রদায়িক মাসিক পত্রাদিও নিয়মিত ভাবে সেই প্রেসে ছাপা হইয়া থাকে। নিজেদের মাসিক পত্রিক প্রতি মাসে নির্দিষ্ট সময়ে প্রকাশের জন্ত তাঙ্গরা রহস্য-লহরী’র কাজ অনির্দিষ্ট কালের জন্ত বন্ধ রাখিতেন ; র্তাহীদের কাগজের গ্রাহকগণের মত “রহস্য-লহরী’র গ্রাহকেরাও নির্দিষ্ট সময়ে পুস্তক পাইবার দাবী রাখেন, একথা তাহারা ভুলিয়া যাইতেন ! “রহস্য-লহরী ত হাতেই আছে, নগদ টাকার কাজ শীঘ্ৰ শেষ না কবিলে—সেই কাজগুলি যে হাতছাড়া হয়, তাহাও আগেই করিতে হইবে—“রহস্য-লহরী-প্রকাশে দুই মাস বিলম্ব তইলেও তাহণদের ত ক্ষতি নাই ; সুতরাং বৈশাথের “রহস্য-লহরী শ্রাবণ মাসে প্রকাশিত হইলেও তাহদের লজ্জিত হইবার কারণ ছিল না । যাহাদের এক একখানি প্রতিষ্ঠাপন্ন মাসিক পত্রিকা আছে—তাহাদেরই এক একটি প্রেস আছে ; ঘরের কাজ ফেলিয়া-রাখিয়া, বা নগদ টাকার 'ছুটো কাজের মায়া ত্যাগ করিয়া, র্তাহারা বাধা-খরিদারের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করিয়া দিবেন—ইহা প্রত্যাশা করা মূঢ়তা মাত্র। এই সকল কারণে আমরা অনেক দিন হইতেই ‘রহস্য-লহরী’র জন্ত কলিকাতায় একটি বৈদ্যুতিক মেসিন-প্রেস প্রতিষ্ঠিত করিবার জন্য উৎসুক ছিলাম। দীর্ঘকাল হইতে এজন্ত চেষ্টার ও ক্রট করি নাই ; কিন্তু “রহস্য-লহরী’র গ্রাহকগণের প্রদত্ত অর্থে এই চেষ্ট সফল হইবার উপায় ছিল না। আমরা সন্ধান লইয়া পরে জানিতে পারিয়াছি,—আমাদিগকে মফস্বলে থাকিয়া রহস্য-লহরী সম্পাদন করিতে হইত বলিয়া প্রকাশিত পুস্তকের ভার কলিকাতায় যাহার হস্তে ন্যস্ত ছিল, তিনি আমাদের অজ্ঞাতসারে বৎসরের পর বৎসর ধরিয়া রাশি রাশি পুস্তক ইচ্ছামত বিক্রয় করিয়াছেন ; কিন্তু না বলিয়া গ্রহণের বিদ্যা ধরা পড়িবার ভয়ে আমাদের নিকট কখন কোন হিসাব দাখিল করেন নাই। আমরা পুস্তক প্রকাশের সকল ব্যয় অতি কষ্টে বহন করিলেও তিনি বিশ্বাসঘাতকতা করিয়া আমাদের শ্রমের ফল আত্মসাৎ করিয়াছে ! বস্তুতঃ, হিতৈষী ও সজ্জন বলিয়া যাহার প্রতি আমাদের গভীর বিশ্বাস ছিল—তাহারাই রক্ষক হইয়া ভক্ষক হওয়ায়, ক্রমাগত্ত