দ্বিতীয় কল্প 8X কিঞ্চিৎ অর্থ বাহির করিতে হয়। স্মিথ তৎক্ষণাৎ পকেট হইতে এক পাউণ্ডের একখানি নোট বাহির করিয়া হোটেলওয়ালীর হাতে গুজিয়া দিয়া বলিল, “এই তোমার অগ্রিম বখ শিস্। তোমাকে আমার জন্ত পরিশ্রম করিতে হইবে না ; কেবল আমি যাহা জিজ্ঞাসা করিব—তাহার.ঠিক উত্তর দিতে হইবে । সত্য কথা বলিবে ?” হোটেলওয়ালী খুলী হইয়া বলিল, “নিশ্চয়ই বলিব । আপনার কি জিজ্ঞাসা আছে বলুন !" ਆਿ বলিল, “ঐ লোকটা আমার—কি বলে—আমার ঐ ভগিনীটির কাকা ।” হোটেলওয়ালী বলিল, “তবে ত আপনার ও কাক ?” স্মিথ বলিল, “সে যদি আমার সহোদর ভগিনী না হয়, মনে কর যদি আমার পিস্তুতো ভগিনী হয়, তাঙ্গ তইলে তাঙ্গর কাক আমারও কাক তইবে ? পসের ভাইয়ের মঙ্গে আবার সম্বন্ধ কি ? এই বুঝি তোমার বুদ্ধি —তর্ক করিও না, আমার কথা মন দিয়া শোন। তাহাকে ও ভাবে ধরিয়া লইয়া যাইবার কোন অধিকার ঐ কাকাটার নাই। আমি তাঙ্গকে ঐ লোকটার কবল হইতে উদ্ধার করিতে চাই। এ সকল পারিবারিক কথা,—তবে তাহা তোমাকে বলিতে বাধা নাই। ঐ কাকাটা কিছু প্রাপ্তির আশায় একটা লোকের সঙ্গে জোর করিয়া তাহার ভাইঝির বিবাহ দেওয়ার জন্ত ক্ষেপিয়া উঠিয়াছে ; কিন্তু আমার ভগিনী সেই বরকে বিবাহ করিতে রাজী নয়। আমার ভগিনী এখনও নাবালিকা, অথচ ঐ কাকাই তাহার অভিভাবক ; সুতরাং সে তাহার ভাইঝিকে লইয়া গিয়া, যাহার সঙ্গে খুলী তাহার সঙ্গেই বিবাহ দিতে পারে, আইন অনুসারে তাহার সে অধিকার আছে । কিন্তু আমি সেই বরের সঙ্গে আমার ভগিনীর বিবাহ দিতে দিব না ; আমি তাহাকে এই বিপদ হইতে উদ্ধার করিব । “এখন কথা এই যে, যদি আমার ভগিনী তাহার কাকার কবল হইতে মুক্তি লাভ করিতে পারে, তাহা হইলে আত্মরক্ষার জন্ত আবার এই হোটেলে আসিয়াই আশ্রয় লইবে । সে এখানে আসিলে, যদি আমি কোন কারণে শীঘ্র ফিরিয়া আসিতে না পারি, তবে তুমি তাহাকে লুকাইয়া রাখিতে পরিবে ? যদি ইহাতে
পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।